X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এই মুহূর্তে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৫:০৩আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৫:০৩

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে এই মুহূর্তে প্রয়োজন একটি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান হবে।

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং সারা দেশে আইনশৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে এ সমাবেশ করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘স্থানীয় নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো, গত ১৬ বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করা সম্ভব না। তাই সংস্কার যেটুকু দরকার শুধু তাই করা প্রয়োজন বলে মনে করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গতকাল আত্মপ্রকাশ করেছে। আমরা দেখেছি, তারা জুলাই বিপ্লবের রাজপথে থেকে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সহযোগিতা করেছে। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাগপার পক্ষ থেকে আমরা তাদের অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে তারেক রহমান যেভাবে উৎসাহ দিয়ে এসেছেন, সেখানে দেশের সব সমস্যার সমাধান নিহিত আছে। আমরা নতুন দলকে স্বাগত জানাই, কারণ তারা গণতন্ত্রের স্বপক্ষে যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যেভাবে রক্ত দিয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছেন, তা অত্যন্ত গৌরবের। আজ সেই অধিকার ক্ষুণ্ন করার জন্য আবারও ষড়যন্ত্র চলছে।‌ এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।’

জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোট ও দলীয় নেতারা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক