X
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

‘মানবিক করিডোর’ দিয়ে দেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না: আসাদুজ্জামান রিপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৫:২৭আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:২৭

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না।

বুধবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে ‘রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশের পরিস্থিতি’ শীর্ষক এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, আমরা শুনলাম ড. ইউনূসের  অন্তর্বর্তীকালীন সরকার রাখাইন রাজ্যগুলোতে ত্রাণ সহায়তা পাঠাতে মানবিক করিডোর দিচ্ছে। এই মানবিক করিডোর কী? মানবিক করিডোরটা হচ্ছে— যখন পাশের রাজ্যে, পাশের দেশে গৃহযুদ্ধ, রক্তারক্তি হয়, তখন সে দেশের  সাধারণ জনগণকে নির্গমনের জন্য রাস্তা করে দেওয়া হয়। এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু একটি করিডোরও রক্তারক্তি ছাড়া মুক্তি পায়নি। সব মানবিক করিডোর অমানবিক অবস্থায় পতিত হয়েছে। সুতরাং, বাংলাদেশের যে মানবিক করিডোর দেওয়াও হচ্ছে, এটা বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের জন্য সুখকর নয়।

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, আপনি চাইলে দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারেন। কিন্তু আপনার ভুলের কারণে দেশের জনগণ বিপদে পড়তে পারে। আপনি তো মুখ মুছে বিদেশে চলে যাবেন। যাদেরকে বিদেশ থেকে নিয়ে এসে উপদেষ্টা বানিয়েছেন, তারাও বিদেশে চলে যাবে। বাংলাদেশের সাধারণ জনগণের বাংলাদেশে থাকতে হবে। আমাদের দেশে থাকতে হবে। এই সাধারণ জনগণের দেশে থাকাটা অনিরাপদ করবেন না। আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেবেন না।

সরকারের উদ্দেশে রিপন আরও বলেন, স্টারলিংক বাংলাদেশে আনতে চাচ্ছেন ভালো কথা। কিন্তু বাংলাদেশে কোনও কোম্পানির মাধ্যমে আনতে হবে। সরকারি কোম্পানির টেলিটক আছে তাদের মাধ্যমে আনতে পারেন। ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণফোন আছে তাদের মাধ্যমে আনতে পারেন। কিন্তু সরাসরি স্টার লিংককে এদেশে আনতে দেওয়া যাবে না। আমাদের দ্রুত গতির ইন্টারনেট দরকার তবে দেশ বিক্রি করে নয়। স্টারলিংক সরাসরি ব্যবসা করলে এ দেশ থেকে কোন তথ্য নিয়ে যাবে, কোথায় কোন উসকানি দেবে, এটা কিন্তু আমরা জানি না। তাই স্টারলিংককে এককভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাই চুক্তি সংশোধন করুন।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন— সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিক দলের সমাবেশ ঘিরে উৎসবমুখর নয়াপল্টন
শেখ হাসিনা লাদেনের খালাতো বোন হয়ে গেছে: রিজভী
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
সর্বশেষ খবর
নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট
নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট
জবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিক কারাগারে
জবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিক কারাগারে
লর্ডসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ৫ জুলাই, শুরু ১২ ‍জুন
লর্ডসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ৫ জুলাই, শুরু ১২ ‍জুন
সাংবাদিককে জামায়াত কর্মীর হুমকির অভিযোগে থানায় জিডি
সাংবাদিককে জামায়াত কর্মীর হুমকির অভিযোগে থানায় জিডি
সর্বাধিক পঠিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
মিরপুর-১০ এ জ্যাম লাগিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল
মিরপুর-১০ এ জ্যাম লাগিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত