X
সোমবার, ১৯ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জাপার নতুন মহাসচিব বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৪:১৪আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:৪১

জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানান।
উল্লেখ্য, জাপার মহাসচিব হিসাবে দায়িত্ব ছিলেন মশিউর রহমান রাঙ্গা। এখন থেকে তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বাবলু।
বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে।

২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন আগে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে নিয়োগ করছিলেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যুর পর গত বছর ২৮ ডিসেম্বর জাপার নবম কাউন্সিলে আবারও মহাসচিব করা হয় রাঙ্গাকে।
এর আগেও জাপার মহাসচিবের দায়িত্ব পালন করেছিলো জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ২০১৪ সালের ১১ এপ্রিল এবিএম রুহুল আমীন হাওলাদারকে বাদ দিয়ে বাবলুকে মহাসচিব পদে বসিয়েছিলেন এরশাদ। পরে ২০১৬ সালের ২০ জানুয়ারি বাবলুকে বাদ দিয়ে পুনরায় হাওলাদারকে মহাসচিব করেন তিনি।
উল্লেখ্য, এরশাদের ভাগনি মেহেজেবুননেছা রহমান টুম্পাকে ২০১৭ সালের ২১ এপ্রিল বিয়ে করেন বাবলু। এরশাদের উদ্যোগেই এ বিয়ে হয় বলে জানা যায়। বাবলুর প্রথম স্ত্রী ফরিদা সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোকোকে নিয়ে ভাই হিসেবে গর্বিত: তারেক রহমান
কোকোকে নিয়ে ভাই হিসেবে গর্বিত: তারেক রহমান
শিরোপা উদযাপনের রাতে অঘটনের শিকার বার্সা, জিতলো রিয়াল
শিরোপা উদযাপনের রাতে অঘটনের শিকার বার্সা, জিতলো রিয়াল
সাকিবের ব্যর্থতার দিনে প্লে অফে লাহোর
সাকিবের ব্যর্থতার দিনে প্লে অফে লাহোর
দাবি আদায়ে রাতেও শ্রম ভবনের সামনে টিএনজে গ্রুপের শ্রমিকরা, নতুন কর্মসূচি ঘোষণা
দাবি আদায়ে রাতেও শ্রম ভবনের সামনে টিএনজে গ্রুপের শ্রমিকরা, নতুন কর্মসূচি ঘোষণা
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ