X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রওশন এরশাদকে জাতির খুবই প্রয়োজন: জাপা মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ২০:৪২আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২০:৪৯

জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের এই দুঃসময়ে বেগম রওশন এরশাদকে জাতির খুবই প্রয়োজন। দুঃখের বিষয়, তিনি আজ অসুস্থ।’ শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মো. মুজিবুল হক চুন্নু। কিশোরগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। অচিরেই তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া করি।’

জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা।

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন রওশন এরশাদ। শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। তার একান্ত সহকারী মামুন হাসান বাংলা ট্রিবিউনকে জানান, রওশন এরশাদের সঙ্গে আছেন রাহগির আলমাহি সাদ এরশাদ ও মাহিমা এরশাদ দম্পতি।

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রাহগির আলমাহি সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন রওশন এরশাদ। তিনি মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ১৪ আগস্ট থেকে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সম্মেলন না হলে হারিয়ে যেত জাতীয় পার্টি: রওশন এরশাদ
ভেঙে গেলো জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা, নতুন চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত
রওশনের ডাকা সম্মেলনে যাবেন না রংপুরের নেতারা
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়