X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৯:১০

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দলীয় কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ  আদালতের বিচারক মাসুদুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট সেরেস্তাদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দলের বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার দায়ের করা মামলায় গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও দায়রা জজ  আদালতের বিচারক মাসুদুল হক এ আদেশ দেন।

এর আগে গত ৪ অক্টোবর জাপার বহিষ্কৃত নেতা ও দলের সাবেক এমপি জিয়াউল হক মৃধা দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দলীয় কার্যক্রমে ওপরে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন।

এদিকে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ পরিবর্তনের কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত জাতীয় পার্টি সংসদে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অধিবেশনে অংশ নিয়েছে। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের মঙ্গলবারও অধিবেশনে উপস্থিত ছিলেন। কিন্তু মাগরিবের নামাজের বিরতির পর তাকে আর দেখা যায়নি।

অপরদিকে দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত তার আসনে উপস্থিত ছিলেন। তবে তিনি অধিবেশনের আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আদালতের রায়ের কপিটি স্পিকারের কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমকে বলেছেন, স্পিকারের আশ্বাসে  সংসদে ফিরেছে জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতা নির্বাচনের বিষয়ে স্পিকার সময় চেয়েছেন।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
মানুষ অত্যন্ত কষ্টে দিনযাপন করছে: জিএম কাদের
অসহায়দের প্রতি সহনশীল থাকার আহ্বান বিরোধীদলীয় নেতার
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি