X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সহসাই কঠোর কর্মসূচি: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ১৪:৪৮আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৫:৪৪

মানববন্ধনে বক্তব্য রাখছেন জয়নাল আবেদিন ফারুক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে সহসাই কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বরিশালের মহাসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম দেশবাসী দেখেছেন। আগামীকাল (শনিবার) চট্টগ্রামে এবং ২৫ জুলাই খুলনায় সমাবেশ হবে। এখানেও লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। আশা করবো, সরকার তার আগেই খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে। সেটি না করলে সারাদেশে যে তীব্র আন্দোলন হবে, সেই আন্দোলনে অবশ্যই তাদের গদি নাড়িয়ে দেওয়া হবে।’

শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে ‘নাটকীয়তা’র প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘সারাদেশের মানুষ আজ মানবেতর জীবনযাপন করছেন। ২০১৪ সালের অবৈধ নির্বাচনের পর থেকে বাংলাদেশে যে দলটি ক্ষমতাসীন, সেই দলটির অত্যাচার-নির্যাতন, গুম ও খুনে জর্জরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বাংলাদেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, সেই নেত্রী আজ মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে। তার মুক্তির দাবিতে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি ‘

বিএনপির এই নেতা বলেন, ‘কার কাছে আমরা দাবি করবো। একটি কাল্পনিক ও অসত্য মিথ্যা মামলায় খালেদা জিয়ার এতদিন জেলে থাকার কথা নয়। যদি সত্যিকার অর্থেই এই সরকার মানবিক হতো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হতো, তাহলে খালেদা জিয়া এতদিন জেলে থাকার কথা নয়। আমরা বারবার এই সরকারের কাছে দাবি করে আসছি।’

ফারুক বলেন, ‘সরকার আমাদের নেতাকর্মীদের অত্যাচার করছে। হত্যা ও নির্যাতন করছে। ২৫ লাখের বেশি মামলা নিয়ে আমাদের নেতাকর্মীরা জীবনযাপন করছেন। আজকে আমাদের নেত্রী অসুস্থ, তার চিকিৎসার জন্য আপনার (প্রধানমন্ত্রী) কাছে কেন বারবার দাবি জানাতে হবে। আপনি যদি একটি প্রাচীন রাজনৈতিক দলের সভাপতি হয়ে থাকেন, মুক্তিযুদ্ধে খালেদা জিয়ার স্বামীর কথা যদি স্মরণ করতেন, তাহলে আজকে তাকে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হতো না। তাই আমরা দাবি করছি, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রফিকুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জুলাই-যোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শ্রমিক দল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
সর্বশেষ খবর
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি