X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জনগণের জন্য ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৮


জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতারা সরকারের উচ্চ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দুর্নীতিতে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সবখানেই ভয়াবহ দুর্নীতিগ্রস্ত সবাই। তারই কিছু প্রমাণ গত কয়েকদিনের অভিযানে দেখছেন। দেশের ও জনগণের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে নিয়ে মাজারে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা।

জিয়াউর রহমান দেশে ক্যাসিনো চালু করেছেন— আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তারা নিজেদের দোষ-ত্রুটি এড়িয়ে যেতে এসব কথা বলছেন। এমন না যে তারা কেউ জড়িত নয়। এখন তো কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাচ্ছে।’
জনগণের রোষের কাছ থেকে কেউ নিস্তার পাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের পত্রিকাগুলো দেখলে বোঝা যায় আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয়, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব কাঠামো ভেঙে দিয়েছে। সত্যিকার অর্থে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দু’জন তরুণ মেধাবী ছাত্রনেতা নির্বাচিত হয়েছেন এবং ছাত্রদলের নেতৃত্বে দেশনেত্রী মুক্তি ও গণতন্ত্র মুক্তির আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের প্রতি দেশের মানুষের দোয়া এবং বিশ্বাস আছে যে তারাই আন্দোলনের সফল হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।


/এএইচআর/এসটি/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক