X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিরোধীদের কর্মসূচি একই দিনে

আদিত্য রিমন
০৯ অক্টোবর ২০১৯, ২৩:৪৩আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০১:৫৪





জাতীয় ঐক্যফ্রন্ট


দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেকটা একযোগে কর্মসূচি দিতে যাচ্ছে বিরোধী দলগুলো। এতে অংশ নেবে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট, জাতীয় মুক্তিমঞ্চসহ আরও কয়েকটি দল ও জোট। আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীতে একাধিক পৃথক সংবাদ সম্মেলন থেকে এসব কর্মসূচির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
বিরোধী একাধিক জোট ও দলের নেতারা বলছেন, হঠাৎই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাসিনোবিরোধী অভিযান ও দোষীদের আটক করার পর ভারতে গিয়ে প্রধানমন্ত্রীর ফেনী নদীর পানি দিয়ে আসা এবং সর্বশেষ বুয়েটে শিক্ষার্থী খুনের ঘটনায় মানুষের মধ্যে উৎকণ্ঠ বেড়েছে। এক্ষেত্রে রাজনৈতিকভাবে বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপির ওপর কর্মসূচি দেওয়ার চাপ তৈরি হচ্ছে।
বিএনপির একাধিক সূত্র বলছে, ‘পরিস্থিতির চাপে’ কর্মসূচি দেওয়ার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছেন। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে নেতারা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন করা হবে। এতে কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
সূত্রগুলোর দাবি, গত এক মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই রহস্যজনক ছিল। বুয়েটে শিক্ষার্থী নিহতের ঘটনায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে আরও জটিলতা তৈরি হয়েছে। এক্ষেত্রে যেকোনও ধরনের কর্মসূচি দেওয়ার ব্যাপারে আরও সতর্ক থাকবে বিএনপি।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে কথা বলা হবে। সেখান থেকে কর্মসূচির ঘোষণা আসতে পারে।’
ঐক্যফ্রন্টের বৈঠক সকালে
বৃহস্পতিবার সকাল ১১টায় বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ বৈঠক থেকে কর্মসূচির ঘোষণা আসবে— এমন সম্ভাবনার কথা জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
ঐক্যফ্রন্টের সর্বশেষ দুটি বৈঠকে বিএনপির কোনও প্রতিনিধি উপস্থিত ছিল না। তবে কালকের বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিতি থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সুব্রত চৌধুরী।
ফ্রন্ট সূত্রে জানা গেছে, আগামী ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের বর্ষপূর্তি উপলক্ষে করণীয় ঠিক করতে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা বা অবস্থান কর্মসূচি দেওয়া হতে পারে। আবরার হত্যাকাণ্ডে বিচারের দাবিতে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতেও কর্মসূচি দেওয়া হতে পারে।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী বলেন, ‘দেশের চলমান নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে জোটের বৈঠকে আলোচনা হবে। ফলে আলাপ-আলোচনা মাধ্যমে জোটের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হতে পারে। এছাড়া জোটের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা করার কথা রয়েছে।’

ড. কামাল হোসেন

কামাল হোসেনের সংবাদ সম্মেলন সকাল ১১টায়
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, কাল ড. কামাল দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তবে এই সংবাদ সম্মেলন থেকে কোনও কর্মসূচি আসার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
আর সুব্রত চৌধুরী বলেন, ‘আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গণফোরাম এককভাবে কর্মসূচি দেওয়ার অবস্থায় নেই। কর্মসূচির ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, দেশকে বাঁচাতে হবে।’

কর্নেল অব অলি আহমেদ (ছবি সংগৃহীত)

বিকাল ৩টায় এলডিপির সংবাদ সম্মেলন
আবরার হত্যাকাণ্ড, প্রধানমন্ত্রী ভারতে সফরে তিস্তা চুক্তি না হওয়া, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘের কোনও নির্দেশনা না থাকা, চলমান ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে করবে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অলি আহমদ বলেন, আবরার হত্যাকাণ্ড, সরকারের কূটনৈতিক ব্যর্থতা, মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আসছে, ক্যাসিনো-কাণ্ডে সরকারদলীয় নেতাদের জড়িত থাকা— এসব বিষয়ে প্রতিবাদ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কোনও কর্মসূচি ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি দেওয়ার চিন্তা রয়েছে। তবে কর্মসূচির ধরন সম্পর্কে কালকে জানতে পারবেন।’
সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক
দীর্ঘদিন পর বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠক থেকে কর্মসূচির ঘোষণা আসতে পারে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে।
২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। এ পরিস্থিতি জোটের করণীয় নির্ধারণে বৈঠক ডাকা হয়েছে। আলোচনার পরে জানা যাবে জোটের পক্ষ থেকে কোনও কর্মসূচি থাকবে কিনা।

জমিয়তে উলামায়ে ইসলামের সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে ২০ দলীয় জোটভুক্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়। দলটির প্রচার বিভাগের এক নেতা জানান, সংবাদ সম্মেলনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন বিষয়ে কথা বলা হবে।

শুক্রবার বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

শুক্রবার (১১ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মদ-জুয়া, খুন, সন্ত্রাস বন্ধের দাবি ও আবরার হত্যার প্রতিবাদসহ ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে তারা।










/এসটিএস/এইচআই/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা