X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের বিচলিত না হওয়ার আহ্বান ইশরাকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৬:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:১৭

 

সংবাদ সম্মেলনে ইশরাক

প্রচারণায় হামলার ঘটনায় নেতাকর্মীদের বিচলিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। হামলার পর রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। প্রসঙ্গত, রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপীবাগের আর কে মিশন রোডে ইশরাক হোসেনের গণসংযোগে হামলার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ ১০-১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, এ ধরনের হামলা ন্যক্কারজনক। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটি দেখে নির্বাচন বানচাল করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে সরকার। আমি নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, আপনারা শান্ত থাকবেন, বিচলিত হওয়ার কোনও কারণ নেই। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে ভোটারদের ভয়-ভীতি দেখানোর অপচেষ্টা চলছে। ভোটারদের আহ্বান জানাবো, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। এসব ঘটনায় আপনারা বিন্দুমাত্র বিচলিত হবেন না।

নির্বাচনি প্রচারণায় আরও হামলার আশঙ্কা করছেন কিনা—এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, একদমই না। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। এর আগেও বলেছি আমি জীবন দিতে প্রস্তুত। আমরা জনগণের অধিকারের লড়াইয়ে আছি। সেটার জন্য গুলির শব্দে ভয় পাই না। আমি মাঠে আছি এবং থাকবো।

বিএনপির মেয়র প্রার্থী আরও বলেন, শান্তিপূর্ণভাবে গণসংযোগ করে ৩৯ নম্বর ওয়ার্ড লাভলী চৌধুরীর ক্যাম্প থেকে আমরা আসছিলাম। আকস্মিকভাবে আমাদের ওপর হামলা হয়। তিন সাংবাদিক ও ৮/১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সন্ত্রাসীরা যদি মারতে আসে আমি মাঠ ছেড়ে দেবো না। আমার ওপরেও হামলার আশঙ্কা ছিল, আমার নেতাকর্মীরা আমাকে সুরক্ষা দিয়েছে।

নির্বাচন কমিশনারের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওখান থেকে যখন চলে আসি তখন কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়, আমি নিজে গুলির শব্দ শুনেছি। যখন যে ধরনের হামলা হয়েছে সেসব বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। কোনও পদক্ষেপই নেয়নি।

ইশরাকের দাবি, একজন মেয়র প্রার্থী হিসেবে কোনও নিরাপত্তা পাইনি। পুলিশ ঘটনা ঘটে যাওয়ার পরে আসে। কিছু থানার কর্মকর্তারা আমাদের সাহায্য করেছেন। কামরাঙ্গীরচরে আজকের মতো এরকম একটা ঘটনা ঘটার আশঙ্কা ছিল। সেখানে তারা যথেষ্ট পরিমাণ সুরক্ষা দিয়েছেন। কিন্তু ওয়ারী থানায় ন্যক্কারজনকভাবে অনেক ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। আরেকজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই থানার কর্মকর্তা কোনও কিছুর পরোয়া করেন না। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি অবশ্যই মামলা করব।

/এসএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
সর্বশেষ খবর
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী