X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মুজিববর্ষ নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ১৫:২০আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৯:৩৭

আলোচনা সভায় মান্না আওয়ামী লীগের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মুজিববর্ষ নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ। মুজিববর্ষ যদি জাতীয় অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেই অনুষ্ঠানে খালেদা জিয়া, সব মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিরোধীদলীয় নেতা যারা জেলে আছেন তারা কেউই থাকতে পারতেন না।’

শুক্রবার (১৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনা ভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

করোনা প্রসঙ্গে মান্না বলেন, ‘আমরা নতুন একটি বৈশ্বিক দুর্যোগে রয়েছি। আমাদের দলের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার হয় আমরা করবো। কিন্তু সমস্যা তো গভীর এবং সমস্যার ব্যাপারে বিস্তারিত আমরা কেউই জানি না। আমাদের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন বাংলাদেশে মহামারির মতো সংকট নেই। তবে এই রোগ যদি মহামারি আকারে ছড়িয়ে পড়ে সেই সংকট মোকাবিলা করার মতো ক্ষমতা সরকারের নেই। এজন্য আমরা চিন্তিত।’

নিজে সচেতন থাকাই ভালো উল্লেখ করে মান্না বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে সরকার যখন সচেতন তাহলে হেক্সিসল পাওয়া যায় না কেন? যেকোনও সময় হাত ধোয়া যায় তেমন লিকুইড কেমিক্যাল একটিও বাজারে নেই। সরকার এ বিষয়ে কিছু করতে পারলো না। সরকার ডেঙ্গু থেকে আমাদের রক্ষা করতে পারেনি। করোনা থেকে আমাদের রক্ষা করতে পারবে না। এখন করোনা নিয়ে তারা রাজনীতি করছে। করোনা থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে না।’

তিনি বলেন, ‘আন্তরিকভাবে আমরা চাই করোনা ভাইরাস যাতে আমাদের দেশে মহামারি আকারে বিস্তার না করে। একইসঙ্গে আমরা বলতে চাই, করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে যেমন আমরা কষ্ট পাবো, ঠিক তেমনি বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে আমরা ক্ষুব্ধ হবো।’

বাংলাদেশে তিন জন ছাড়া আর কেউ করোনায় আক্রান্ত নেই প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে যে আর কোনও করোনা আক্রান্ত রোগী নেই সেই নিশ্চয়তা আপনি কীভাবে পেয়েছেন?’

আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ।

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
তেজগাঁওয়ে পাঁচ লাখ সৌদি রিয়াল ছিনতাই, আটক ৬
সর্বশেষ খবর
চট্টগ্রামে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত
জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল টুন্ডা বাবু
জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল টুন্ডা বাবু
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’