X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মান্না যাবেন চূড়ান্ত লড়াইয়ে, রব যাবেন জেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩৫

‘সরকার ফ্যাসিবাদী আচরণের সব সীমা অতিক্রম করেছে, তাই চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘প্রয়োজনে জেলে যাবো।’

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

গত ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি দেখতে যাওয়ার কথা ছিল গণতন্ত্র মঞ্চের। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নতুন গঠিত এই রাজনৈতিক জোট। তবে আ স ম আব্দুর রব তার বক্তব্যে পল্টনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘আমি স্যুটকেসে কাপড়-চোপড় ওষুধ নিয়ে আসছি। আপনারা দেখতে চাইলে যান। আমার গাড়িতে। নিয়ে যাবেন জেলখানায়? ফখরুলকে নিয়েছেন। আব্বাসকে নিয়েছেন। হাজার কর্মীকে জেলখানায় নিয়েছেন।’ সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তিনি।

৮০ বছর বয়সে মৃত্যুর জন্য প্রস্তুত জানিয়ে এই রাজনীতিবিদ বলেন, ‘এই সরকারকে আর সুযোগ দেওয়া যায় না। আর কত রক্ত চান? আর কত জীবন চান? অত্যাচারের সীমা আছে। আমি ঘরে বসে থাকতে পারি না।’

জেএসডি সভাপতি আরও বলেন, ‘বিএনপির পার্টি অফিসের সামনে কি এমন ঘটনা ঘটেছিল যে গুলি করে মানুষ হত্যা করতে হবে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হাত ভেঙে দেবে। আগুন লাগিয়ে দেবে। এটা কোন ধরনের আচরণ? কোন ধরনের মন্তব্য?’

‘বিএনপি অফিস নয় শুধু, একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে যেকোনও অফিস ভেঙে ফেলা, শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে নাগরিক হত্যা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া’- বলেন তিনি।

আব্দুর রব বলেন, ‘আমি কোনও কথা শুনি নাই। শুনবো না। অন্যায়, অত্যাচার, জুলুম কোনও দিন সহ্য করি নাই। বাধা দিলে বাধবে লড়াই। জনগণকে জিততে হবে, আমাদের জিততে হবে। জনগণ কোনও দিন পরাজিত হয় না।’

প্রধানমন্ত্রী মহা ভুল করছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি মহা ভুল করছেন। আপনার পিতা যে ভুল করেছিল, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। আপনিও সেই পথে হাঁটছেন। সংলাপ না করে সংঘাতে যাচ্ছেন। এটা বহুদলীয় গণতন্ত্রে হতে পারে না।’

প্রধানমন্ত্রীকে পিতার ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে জাফরুল্লাহ বলেন, ‘ভুল থেকে শেখেন। ভুল বাড়াবেন না। বিএনপির ওপর যে অত্যাচার হয়েছে, সেটা দেখতে আমরা যাবো। আমিও নয়া পল্টনে যাবো। আমাদের অধিকার ক্ষুণ্ন করার কোনও অধিকার আপনার নেই।’

‘আপনাকে বাঁচাতে চাই বলে এটা করতে চাই। তা না হলে আপনার আত্মরক্ষা হবে না। পৃথিবীর ইতিহাস দেখলে দেখবেন, ফ্যাসিস্টরা কখনও বাঁচে নাই। প্রধানমন্ত্রী ভুল পথে থেকে সরে আসেন। তা না হলে আপনার বিপদ আছে,’ বলেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হন। পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণ রাজপথে ফয়সালা করবে। ১৪ বছর ধরে যে জনগণের সব অধিকার হরণ করেছেন, সিদ্ধান্ত এখন সেই জনগণের হাতে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যরা।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
নৌকা নিয়ে সরকারের এখন মানুষের কাছে যাওয়ার সাহস নেই: আমির খসরু
বান্দরবানে সশস্ত্র তৎপরতা জাতীয়-জননিরাপত্তার জন্য হুমকি: গণতন্ত্র মঞ্চ
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া