X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

মান্না যাবেন চূড়ান্ত লড়াইয়ে, রব যাবেন জেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩৫

‘সরকার ফ্যাসিবাদী আচরণের সব সীমা অতিক্রম করেছে, তাই চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘প্রয়োজনে জেলে যাবো।’

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

গত ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি দেখতে যাওয়ার কথা ছিল গণতন্ত্র মঞ্চের। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নতুন গঠিত এই রাজনৈতিক জোট। তবে আ স ম আব্দুর রব তার বক্তব্যে পল্টনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘আমি স্যুটকেসে কাপড়-চোপড় ওষুধ নিয়ে আসছি। আপনারা দেখতে চাইলে যান। আমার গাড়িতে। নিয়ে যাবেন জেলখানায়? ফখরুলকে নিয়েছেন। আব্বাসকে নিয়েছেন। হাজার কর্মীকে জেলখানায় নিয়েছেন।’ সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তিনি।

৮০ বছর বয়সে মৃত্যুর জন্য প্রস্তুত জানিয়ে এই রাজনীতিবিদ বলেন, ‘এই সরকারকে আর সুযোগ দেওয়া যায় না। আর কত রক্ত চান? আর কত জীবন চান? অত্যাচারের সীমা আছে। আমি ঘরে বসে থাকতে পারি না।’

জেএসডি সভাপতি আরও বলেন, ‘বিএনপির পার্টি অফিসের সামনে কি এমন ঘটনা ঘটেছিল যে গুলি করে মানুষ হত্যা করতে হবে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হাত ভেঙে দেবে। আগুন লাগিয়ে দেবে। এটা কোন ধরনের আচরণ? কোন ধরনের মন্তব্য?’

‘বিএনপি অফিস নয় শুধু, একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে যেকোনও অফিস ভেঙে ফেলা, শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে নাগরিক হত্যা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া’- বলেন তিনি।

আব্দুর রব বলেন, ‘আমি কোনও কথা শুনি নাই। শুনবো না। অন্যায়, অত্যাচার, জুলুম কোনও দিন সহ্য করি নাই। বাধা দিলে বাধবে লড়াই। জনগণকে জিততে হবে, আমাদের জিততে হবে। জনগণ কোনও দিন পরাজিত হয় না।’

প্রধানমন্ত্রী মহা ভুল করছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি মহা ভুল করছেন। আপনার পিতা যে ভুল করেছিল, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। আপনিও সেই পথে হাঁটছেন। সংলাপ না করে সংঘাতে যাচ্ছেন। এটা বহুদলীয় গণতন্ত্রে হতে পারে না।’

প্রধানমন্ত্রীকে পিতার ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে জাফরুল্লাহ বলেন, ‘ভুল থেকে শেখেন। ভুল বাড়াবেন না। বিএনপির ওপর যে অত্যাচার হয়েছে, সেটা দেখতে আমরা যাবো। আমিও নয়া পল্টনে যাবো। আমাদের অধিকার ক্ষুণ্ন করার কোনও অধিকার আপনার নেই।’

‘আপনাকে বাঁচাতে চাই বলে এটা করতে চাই। তা না হলে আপনার আত্মরক্ষা হবে না। পৃথিবীর ইতিহাস দেখলে দেখবেন, ফ্যাসিস্টরা কখনও বাঁচে নাই। প্রধানমন্ত্রী ভুল পথে থেকে সরে আসেন। তা না হলে আপনার বিপদ আছে,’ বলেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হন। পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণ রাজপথে ফয়সালা করবে। ১৪ বছর ধরে যে জনগণের সব অধিকার হরণ করেছেন, সিদ্ধান্ত এখন সেই জনগণের হাতে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যরা।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
উন্নয়নের নামে সরকার কাছের লোকদের উন্নয়ন করেছে: জোনায়েদ সাকি
সরকারের হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা নেই: গণতন্ত্র মঞ্চ
বিস্ফোরণ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বললেন সাকি
সর্বশেষ খবর
দিনাজপুর ফায়ার সার্ভিসে নেই ডুবুরি দল
দিনাজপুর ফায়ার সার্ভিসে নেই ডুবুরি দল
‘বিরল ভাষণে’ যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনাপ্রধান
‘বিরল ভাষণে’ যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনাপ্রধান
সালমানকে হুমকি, গ্রেফতার একুশ বছরের যুবক
সালমানকে হুমকি, গ্রেফতার একুশ বছরের যুবক
রমজানের প্রথম কর্মদিবসে যানজটে নাকাল রাজধানীবাসী
রমজানের প্রথম কর্মদিবসে যানজটে নাকাল রাজধানীবাসী
সর্বাধিক পঠিত
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী