X
সোমবার, ২৩ জুন ২০২৫
৯ আষাঢ় ১৪৩২

‘আ.লীগ রাজনীতি করতে পারবে কিনা— এই আলোচনা আসতে পারে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মে ২০২৫, ১৫:৪৩আপডেট : ০২ মে ২০২৫, ১৮:৪১

আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে কিনা—এই আলোচনা আসতেই পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে বলেও মনে করেন তিনি।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সেখানে এ দেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। এরপরও আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে কিনা—এই আলোচনা আসতে পারে না। তারা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কী হবে, কোন প্রক্রিয়ায় তাদের রাজনীতি থেকে বের করবো।’

৫ আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে তারা এ দেশে আর কখনও রাজনীতি করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে, তখন উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে। তা ৫ আগস্টে হয়ে গেছে।’

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল অতি দ্রুত করা উচিত এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মাধ্যমে আমরা তাদের বিষয়ে একটি চূড়ান্ত ফয়সালা পাবো।’

তিনি বলেন, যে আলোচনা নিয়ে রাজনীতি সামনে এগোচ্ছে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এর কোনোটিই একে অন্যের বিরোধী নয়। বরং এ তিনটির মাধ্যমেই গণতান্ত্রিক রূপান্তর হওয়া সম্ভব। 

সংস্কার বিষয়ে তিনি বলেন, সংস্কারের কথা সব রাজনৈতিক দলই বলছে, একটা মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যার মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে। তা পরিবর্তন না হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। 

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সবসময় রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন, দরকার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করা দরকার। তা না হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে চেষ্টা, তা সম্ভব হবে না।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন (ভার্চুয়ালি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

/এএজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিল চায় এনসিপি
সংস্কারের ওপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবো: নাহিদ
প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ চায় এনসিপি
সর্বশেষ খবর
সালমান-আনিসুল-শাজাহানসহ রিমান্ডে ৫
সালমান-আনিসুল-শাজাহানসহ রিমান্ডে ৫
নূরুল হুদাকে আটকের সময় মব, আইনশৃঙ্খলার কেউ জড়িত থাকলে ব্যবস্থা: উপদেষ্টা
নূরুল হুদাকে আটকের সময় মব, আইনশৃঙ্খলার কেউ জড়িত থাকলে ব্যবস্থা: উপদেষ্টা
স্ত্রীর লাথিতে স্বামী নিহত, শিশুসন্তানসহ কারাগারে নারী
স্ত্রীর লাথিতে স্বামী নিহত, শিশুসন্তানসহ কারাগারে নারী
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
সর্বাধিক পঠিত
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক
লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক