X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলালিংকের দুই হাজার টাওয়ার সামিটকে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ২২:৩৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২২:৩৩

বাংলালিংক দুই হাজার মোবাইল টাওয়ার সামিটকে হস্তান্তর করেছে। সম্প্রতি সামিট গ্রুপের মালিকানাধীন সামিট কমিউনিকেশনসের অধীন কোম্পানি সামিট টাওয়ার্স লিমিটেডের সঙ্গে বাংলালিংকের একটি চুক্তি সই হয়। এটি বাস্তবায়িত হলে সামিট টাওয়ার্স বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার অপারেটরগুলোর মধ্যে স্থান করে নেবে।

জানা যায়, বাংলাদেশ সরকার ও বিটিআরসি ২০১৮ সালে টাওয়ার শেয়ারিং নীতিমালা প্রণয়ন করে। এর লক্ষ্য ছিল টেলিকম খাতে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এরই অংশ হিসেবে এই চুক্তিটি সই হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলালিংক-কে দীর্ঘমেয়াদী সেবা প্রদান করবে।

দেশের অন্যতম মোবাইল ও ডিজিটাল অপারেটর বাংলালিংক সামিট টাওয়ার্স লিমিটেডের সঙ্গে বুধবার (১৫ নম্বর) এই চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় সামিট টাওয়ার্সকে বাংলালিংক-এর ২ হাজার টাওয়ারের মালিকানা হস্তান্তর করা হবে। 

বাংলালিংক এ দেশের সর্বপ্রথম অপারেটর, যারা এই গাইডলাইনটির সম্ভাবনা উপলব্ধি করে সামিটের সঙ্গে পার্টনারশিপ করেছে। সামিট টাওয়ার্স দীর্ঘ সময় ধরে এর অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বাংলালিংকের সহযোগী হিসেবে। সামিট টাওয়ার্সের চুক্তিটি বাংলালিংকের সত্বাধিকারী কোম্পানি ভিওন-এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে করা হয়েছে।

ভিওন-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লু বলেন, ‘শুধুমাত্র বাংলালিংকের জন্য নয়, সমগ্র দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে চুক্তিটি গুরুত্বপূর্ণ। এর ফলে ডিজিটাল অপারেটর হিসেবে আমরা বাংলালিংকের মূল সেবাগুলোর ওপর মনোযোগ দিয়ে বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতের বিভিন্ন গ্রাহক চাহিদা পূরণ করে যেতে পারবো।’

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ‘সামিট টাওয়ার্সের সঙ্গে  এই চুক্তি আমাদেরকে ডিজিটাল সেবার ওপর আরও গুরুত্ব দিতে সাহায্য করবে। এছাড়া এটি দেশজুড়ে ডিজিটাল বৈষম্য দূর করা ও দেশের জনসাধারণকে উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে ‘

সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেডের  চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান বলেন, ‘এই কৌশলগত চুক্তিটির মাধ্যমে বাংলালিংক ও সামিটের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার সূচনা হলো। ভবিষ্যতে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি, ভিওন-এর সহায়তায় এই যৌথ উদ্যোগ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে।’

উল্লেখ্য, বাংলালিংক নেদারল্যান্ড-ভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত। প্রতিষ্ঠানটি বর্তমানে ৬টি দেশে সমন্বিত সংযোগ ও অনলাইন সার্ভিস প্রদান করছে। অপরদিকে দেশীয় প্রতিষ্ঠান সামিট টাওয়ার্স সামিট কমিউনিকেশনস গ্রুপ এর একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান টাওয়ারের সংখ্যা সাড়ে চার হাজার।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
এক মাসের ব্যবধানে ১১১টি মোবাইল ফোন উদ্ধার
কয়েক সেকেন্ডে পাল্টে ফেলা হয় ছিনতাই করা মোবাইলের আইএমইআই
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু