বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টারে করে সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরদিপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের জন্য বন্যাকবলিত বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ মিশন পরিচালনা করেছে। যেকোনও সময় ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিমানবাহিনীর সব বিমান প্রস্তুত রাখা হয়েছে।