X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচটিতে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশের নারীরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে নিগার সুলতানার দল। জবাবে খেলতে নেমে ৪ ওভার আগেই ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রত্যাশিত শুরু করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। পরীক্ষামূলক হিসেবে সালমা খাতুনকে ওপেনিংয়ে পাঠানো হয়। কিন্তু সালমা ৮ রান করে আউট হতেই ১৩ রানের ওপেনিং জুটি ভাঙে। এরপ সোবহানা মোস্তারি ও শামীমা সুলতানা মিলে ৩৮ রানের জুটি গড়েন। সোবহানা ১৮ রান করে আউট হওয়ার পর নিগারকে সঙ্গে নিয়ে শামীমা আবার ১৯ রানের জুটি গড়েন। অধিনায়ক নিগার ১৫ রান করে আউট হলে বিপর্যয়ে পড়ে দল। মিডল অর্ডার, লেট অর্ডারের কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন শামীমা। ৪১ বলে ৩ চারে শামীমা তার ইনিংসটি সাজান।

পাকিস্তানের নিদা দার ও নাসরা সান্ধু ২টি করে উইকেট নেন।

১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪ রানেই দুই উইকেট হারালেও মিসমাহ মারুফ, নিদা দার ও আয়শা নাসিমের ব্যাটে ভর করে সহজ জয় পায় পাকিস্তান। মিসমাহ ২৪, নিদা ১৯ বলে ৩ চারে অপরাজিত ২৪ ও আয়শা ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের মারুফা আক্তার ও রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন।

বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কা ছাড়াও গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা। সবশেষ ২১ ফেব্রুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিগার সুলতানার দল।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
ভারতের স্কুলের চেয়েও বাংলাদেশ জাতীয় দলের সুযোগ-সুবিধা কম!
আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মিরাজ
আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়লেন ১০ বাংলাদেশি ক্রিকেটার
সর্বশেষ খবর
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর