লখনউতে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচে প্রায় দর্শকশূন্য গ্যালারি। এবারের বিশ্বকাপে এমন ফাঁকা পরিবেশ প্রায়ই দেখা যাচ্ছে।
বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ চলাকালে শন অ্যাবটের পাশে পাখির উড়ে যাওয়ার মনোরম দৃশ্য।
ইংল্যান্ডের বিপক্ষে ৬৭ বলে ১০৯ রানের দুরন্ত এক ইনিংস খেলে আউট হওয়ার পর সাজঘরে ফিরছিলেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন। তাকে মোবাইল ফোনের ক্যামেরায় ধরে রাখতে গ্যালারিতে কী আপ্রাণ চেষ্টা!
চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে কিউই ব্যাটার ডেভন কনওয়ের একজন ভারতীয় সমর্থক। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলায় তার এমন অনেক ভক্ত আছে।
ডেভিড ওয়ার্নার যখন গ্রাউন্ডসম্যান! লখনউতে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের দিন বৃষ্টি নেমে এলে পিচ ঢাকার কাজে সহায়তা করেন এই অজি ওপেনার।
দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন তোলা ছবি। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পেছনে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য।