X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৩ গোল খেয়ে যা বললেন বার্সেলোনা কোচ

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮

৮-২ গোলের ধাক্কা কাটিয়ে ওঠার অভিযান। কিন্তু এই মিশনে ‘সেনাপতি’ই তো নেই বার্সেলোনার! যাকে কেন্দ্র করে একদশকের বেশি সময় পথচলা, সেই লিওনেল মেসি ছেড়ে গেছেন ক্যাম্প ন্যু। ‘প্রতিশোধ’ পর্ব তো দূরে থাক, চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ৩-০ গোলে হারতে হয়েছে কাতালানদের। ঘরের মাঠে আরেকটি লজ্জার পর দলের সেরা কয়েকজন খেলোয়াড়ের না থাকার বিষয় সামনে এনে কিছুটা আত্মপক্ষ সমর্থনের চেষ্টাও হয়তো করলেন কোচ রোনাল্ড কোম্যান।

বায়ার্ন ম্যাচে ডাচ কোচ দলে পাননি আনসু ফাতি, সের্হিয়ো আগুয়েরো ও উসমান ডেম্বেলেকে। অর্থাৎ, মেসি চলে যাওয়ার পর যাদের ঘিরে আক্রমণ সাজানোর পরিকল্পনা কোম্যানের, তাদের কেউই ছিলেন না চোটের কারণে। তাই এই ত্রয়ী ফিরলে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে উন্নতি করবে বলে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করলেন ডাচ কোচ।

৩ গোল হজমের পর কোম্যান বলেছেন, ‘মাত্র তিনজন স্ট্রাইকার ছিল। আমরা জানি সের্হিয়ো রবের্তো উইঙ্গার  নয়। ব্যাপারটা হলো এখন আমাদের কয়েক সপ্তাহ এভাবে কাটাতে হবে। কারণ পরে গিয়ে আমরা আগুয়েরো, ডেম্বেলে ও আনসু ফাতির মতো খেলোয়াড়দের পাবো।’ সঙ্গে যোগ করলেন, ‘আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, দুই-তিন বছর পর যারা ভালো করবে। আমাদের মেনে নিতে হবে কঠিন পরিস্থিতি চলছে। তবে আমাদের উন্নতি ও চোটাক্রান্ত খেলোয়াড়দের সেরে ওঠার অপেক্ষা করতে হবে।’

বড় ব্যবধানে হারের পরও দলের মনোভাবে কোনও প্রশ্ন নেই কোম্যানের, ‘ট্যাকটিক্যালি একটা সময় আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। মনোভাব নিয়ে আমার কোনও প্রশ্ন নেই, কারণ পার্থক্যটা হলো মানের। বায়ার্ন দলটা একসঙ্গে অনেকদিন ধরে খেলছে। তাছাড়া তারা বেঞ্চও সমৃদ্ধ করেছে।’

বায়ার্নের সঙ্গে বার্সেলোনার পার্থক্যও তুলে ধরলেন এই কোচ, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে যাদের বয়স ১৯ অথবা ২০। যদি আপনি (বায়ার্ন মিউনিখের) খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে যান, পার্থক্য এমনিতেই খুঁজে পাবেন।’

/কেআর/
সম্পর্কিত
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
এটা লজ্জাজনক লা লিগার গোললাইন প্রযুক্তি নেই: জাভি 
‘আহত’ বার্সাকে আরও কোণঠাসা করার লক্ষ্যে নামছে রিয়াল
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ