X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লিটনের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের ১৫৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৬:৪৯আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৭:০২

জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে বসন্ত চলছে লিটন দাসের। নিয়মিত পজিশন ওপেনিং ছেড়ে ওয়ান ডাউনে নেমেও সফল এই ব্যাটার। ওয়ানডে সিরিজের ফর্মটাই যেন টেনে নিলেন তিনি টি-টোয়েন্টি সিরিজে। দারুণ ব্যাটিংয়ে পূরণ করলেন হাফসেঞ্চুরি। তার ইনিংসটাই পথ দেখালো বাংলাদেশকে।

আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে লিটনের ফিফটিতে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৮  উইকেটে করেছে ১৫৫ রান।

মাহমুদউল্লাহ বলেছিলেন, শুরু থেকে মেরে খেলবেন। কিন্তু আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে তিনি নিজেই সুবিধা করতে পারলেন না। একটা ছক্কা মেরেছেন ঠিকই, তবে দলে অবদান রাখতে পেরেছেন সামান্যই। তার আগে সাকিব আল হাসানও ব্যর্থতার খাতায় নাম তুললে বিপদে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করে দলকে পথ দেখান লিটন। এই ব্যাটার ৪৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৬০ রানের ইনিংস।

যদিও বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ওপেনিংয়ে নামা নাঈম শেখ শুরুতেই বিদায় নেন। স্কোয়াডে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির তিনি একাদশে সুযোগ পাবেন না বলেই গুঞ্জন ছিল। তবে নাঈমের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। যদিও সেই আস্থার প্রতিদান একেবারেই দিতে পারলেন না এই ওপেনার। শুরুতেই আউট হয়ে দলের চাপ বাড়িয়ে যান। মাত্র ২ রান করে ফজলহক ফারুকীর বলে বোল্ড তিনি।

তার সঙ্গে ইনিংস শুরু করেছিলেন মুনিম শাহরিয়ার। বিপিএলে আলো ছড়িয়ে পেয়েছিলেন জাতীয় দলে ডাক। স্বপ্নের পথচলায় বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হতেও সময় লাগেনি মুনিমের। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা মন্দ ছিল না তার। যদিও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার।

তার অভিষেক একরকম নিশ্চিতই ছিল। যদিও মাহমুদউল্লাহ কিছুটা সাসপেন্স রেখে দিয়েছিলেন। শেষমেশ ওপেনার হিসেবেই অভিষেক হয়েছে এই ব্যাটারের। আফগানিস্তানের বিপক্ষে তার শুরুটাও ছিল দারুণ। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন। যদিও বেশিদূর যেতে পারেননি। রশিদ খানের ঘূর্ণিতে ১৮ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান করে সাজঘরে ফেরেন মুনিম।

অভিষিক্ত এই ব্যাটারের বিদায়ের পর ক্রিজে আসা সাকিব বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান কাইস আহমেদের বলে। অধিনায়ক মাহমুদউল্লাহও ব্যর্থ। ৭ বলে ১ ছক্কায় করেন ১০ রান।

তবে লিটনকে সঙ্গ দিয়ে দলের রান বাড়িয়েছেন আফিফ হোসেন। গত কিছুদিন টি-টোয়েন্টিতে আলো ছড়ানো বাঁহাতি ব্যাটার ২৪ বলে ২ বাউন্ডারিতে খেলেন ২৫ রানের ইনিংস। তবে ব্যর্থ হয়েছেন টি-টোয়েন্টিতে অভিষিক্ত ইয়াসির আলী। বিপিএলে দারুণ সময় কাটালেও আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ম্যাচে দুঃখজনক রান আউট হওয়ার আগে ৭ বলে ১ বাউন্ডারিতে করেন ৮ রান।

শেখ মেহেদী হাসানও রান আউটের শিকার। ফেরার আগে ৭ বলে করেন ৫ রান। আর নাসুম আহমেদ ৩* ও শরিফুল ইসলাম ৪* রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের সবচেয়ে সফল বোলার ফারুকী। এই পেসারের ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে শিকার ২ উইকেট। তার মতো ২ উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। আর একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও কাইস।

/কেআর/
সম্পর্কিত
বাদ পড়েও লিটনের ব্যাটে এলো মাত্র ৫ রান!
লিটনকে বাদ দেওয়া কি কোনও বার্তা?
‘শিল্পী’ লিটনের আক্ষেপ-হতাশার ব্যাটিং
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’