X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘ডি ভিলিয়ার্স যখন বলে সাকিবকে খেলা কঠিন, তার মানে সত্যি কঠিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ২১:৩১আপডেট : ২৫ মে ২০২২, ২১:৩৮

এ বছরই ক্রিকেটকে বিদায় বলেছেন এবি ডি ভিলিয়ার্স। খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার এই বিস্ফোরক ব্যাটার কত বোলারের রাতের ঘুম যে হারাম করেছেন, বলা মুশকিল। পুরো মাঠ জুড়ে খেলতে পারদর্শী ছিলেন বলে তাকে ‘মিস্টার ৩৬০ ডিগ্রিও’ বলা হয়। ২০১৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ৩১ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতকের রেকর্ড গড়েন। বিশ্বের সব বোলারকেই ধারহীন মনে হয় তার দিনে। সেই তিনিই সাকিব আল হাসানকে সমীহ করেন। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমন তথ্যই দিয়েছেন।

মিরপুরে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। এই টেস্টে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সেরা বোলার সাকিব। শ্রীলঙ্কার তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে ২৬ ওভারে ৫৯ রান খরচায় তার শিকার ৩ উইকেট। দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়েছেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের পেস বোলিং কোচ ডোনাল্ড। বিশেষ করে, আজ (বুধবার) সকালে করুণারত্নেকে যেভাবে পরিকল্পনা করে ফিরিয়েছেন, সেটি ছিল দুর্দান্ত।

অফস্টাম্প বরাবর ফ্লাইট ডেলিভারিতে বল করলেন সাকিব। কিছুটা লুফ ছিল। কিছেই বুঝতে পারলেন না করুণারত্নে। ব্যাট ও পায়ের ফাঁক গলে ক্লিন বোল্ড। সাকিবের অসাধারণ এই ডেলিভারি নিয়ে বলতে গিয়ে ডি ভিলিয়ার্সের প্রসঙ্গ টানলেন ডেনাল্ড, ‘যখন এবি (ডি ভিলিয়ার্স) বলে, সাকিবকে খেলা বেশ কঠিন, তার মানে সত্যিই অনেক কঠিন। সে ভীষণ চালাক। সে দুর্দান্তভাবে নিজের বোলিং নিয়ন্ত্রণ করতে পারে। সে (সাকিব) প্রমাণ করছে সে কতটা কার্যকর বোলার। আশা করি, কাল (বৃহস্পতিবার) সে ৫ উইকেট নেবে এবং সেই পথেই সে আছে। তাকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ অমূল্য।’

শুধু তা-ই নয় সাকিবকে শেন ওয়ার্নের সঙ্গেও তুলনা করেছেন ডোনাল্ড। কিছুদিন আগে পৃথিবী ছেড়ে যাওয়া ওয়ার্ন লেগ স্পিনার হলেও তার ফ্লাইট ডেলিভারিগুলো বোঝা মুশকিল ছিল। সাকিবের ক্ষেত্রে তেমনটাই মনে করেন বাংলাদেশের পেস বোলিং কোচ, ‘সাকিবের মতো একজন বোলারকে আপনি কী শেখাবেন? শেন ওয়ার্নের মতো, তার অনেক অভিজ্ঞতা। সে পুরো বিশ্ব ঘুরে বেড়ায়। সাকিব ও (রঙ্গনা) হেরাথ (স্পিন কোচ) খুব ক্লোজ, যখনই তাদের দরকার তারা কথা বলে নেয়। আমি তার ভীষণ ভক্ত।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার, এশিয়া কাপ 
মাহিদুল-সোহানের জোড়া সেঞ্চুরিতে সিরিজ বাংলাদেশের
বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার এখন মিরাজ
সর্বশেষ খবর
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ