X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমদের প্রার্থনায় সিলেট-সুনামগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৫:৪১আপডেট : ১৮ জুন ২০২২, ১৫:৪১

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ নেই, খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, মোবাইল নেটওয়ার্ক নেই- সিলেটে কেবল নেই আর নেই। সব মিলিয়ে সিলেটের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সিলেটবাসীর করুণ এই অবস্থায় সবার মনেই অস্থিরতা বিরাজ করছে। দেশের বাইরে খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটাররাও ব্যথিত সিলেটের এই অবস্থায়।

সংকটময় পরিস্থিতিতে টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের প্রার্থনা, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সংকটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি সিলেটকে।’

ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সবাইকে ধৈর্য ধরে মানসিকভাবে শক্ত হয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি মুশফিকুর রহিম। হজ করতে এই মুহূর্তে সৌদি আরবে উইকেটকিপার ব্যাটার। পবিত্র স্থান থেকে সিলেটবাসীর জন্য প্রার্থনা করছেন মুশফিক, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করি।’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সকলে এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে-হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।’

সিলেটের ক্রিকেটার খালেদ আহমেদ। নিজের জন্মস্থানের সংকটকালে তিনি অনেক দূরের দ্বীপরাষ্ট্রে। সেখান থেকেই দরিদ্র মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই পেসার, ‘মহাবিপর্যয় বন্যায় আক্রান্ত আমার প্রিয় সিলেট। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ, বসতবাড়ি হারিয়েছেন অনেকেই। এই অবস্থায় দরিদ্র মানুষদের প্রয়োজন হয়ে পড়েছে ত্রাণ ও সাহায্যের। যে যার মতো তাদের সাহায্যে এগিয়ে আসি এবং প্রার্থনা করি।’

লিটন দাস উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে আহ্বান জানিয়েছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ এবং উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মূহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘হে আল্লাহ্ আপনি সিলেটের অসহায় মানুষদের এই দুর্যোগের হাত থেকে হেফাজত করুন। ভালো নেই দেশের মানুষ, এই রকমের ভয়াবহ দুর্যোগ হলে ভালো থাকাটাও সম্ভব নয়।’

ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার অপেক্ষায় থাকা তাসকিন আহমেদের প্রার্থনা, ‘আমাদের মাতৃভূমির সৌন্দর্যের অন্যতম সেরা স্থান সিলেট-সুনামগঞ্জকে ভয়াবহ বন্যা গ্রাস করেছে! গণমাধ্যমে বন্যার ভয়াবহতা দেখে খুব কষ্ট লাগছে। আল্লাহ সবার সহায় হোক। আসুন সবাই বন্যা দুর্গতের পাশে থাকি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আমরা যেন দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারি... আমিন।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা