X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বিপিএলের তিন বছরের সূচি চূড়ান্ত, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৮:১৮আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:৪৪

২০১২ সালে জমজমাটভাবেই যাত্রা করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান বাজারে নিজেদের অস্তিত্বের জানান দেয় বাংলাদেশ। কিন্তু শুরুর দুই আসরে নানা অনিয়ম ও ম্যাচ ফিক্সিংয়ের কারণে হঠাৎই স্থগিত হয়ে গিয়েছিল বিপিএল। এক বছর বন্ধ থাকার পর শুরু হলেও শুরুর জৌলুস আর দেখা যায়নি। মাঝে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে লম্বা সময়ের চুক্তি করলেও শেষ দুই আসরে সেটি ছিল না। তবে নতুন করে আবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তিন বছরের চুক্তি করছে বিসিবি। আজ (রবিবার) বোর্ড সভা শেষে তেমনটাই জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

ফ্র্যাঞ্চাইজি নিয়ে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে বিপিএল। তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই তিন বছরের বিপিএলের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। বোর্ড প্রধান সংবাদ সম্মেলনে আগামী তিন বছরের বিপিএলের সূচি ঘোষণা করেন। এই সময়ে সাত দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা বিসিবির।

২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই আসরও অনুষ্ঠিত হবে ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এক বছর বন্ধ থাকার পর তৃতীয় আসরে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চার বছরের চুক্তি করেছিল বিসিবি। আবার বিপিএলের চতুর্থ আসরে নাম লেখানো খুলনা টাইটানস ও রাজশাহী কিংসের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছিল তিন বছরের। ২০১৯ সালে চার বছরের চক্র শেষ হয়। কিন্তু পরবর্তীতে নতুন করে চুক্তিবদ্ধ হতে পারেনি দুই পক্ষ। পরিকল্পনা বাস্তবায়নে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের আলাদা বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। সেই সব বৈঠকে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিদের দাবি-দাওয়াগুলো মনঃপুত না হওয়ায় বড় মেয়াদে চুক্তি না করে নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।

বিপিএলের নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত বছর খেললেও বাকিরা কেউ আসেনি। তবে পাপন জানালেন, পুরনোরা আবার ফিরে আসবে, ‘পুরনো দলগুলো না এলেও বেশিরভাগ পুরনো দলগুলো আসবে। না আসার কোনও কারণ নেই। জেমকন, বেক্সিমকো, বসুন্ধারা- তাদের তো না আসার কারণ নেই।’

আগামী এক সপ্তাহের মধ্যে বিপিএলে ফ্র্যাইঞ্চাজি কিনতে আগ্রহী দলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। এর জন্য দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানালেন বোর্ড প্রধান, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। নিয়ম-নীতি সব যে আগের মতো থাকবে তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিষ্কার করেই বিজ্ঞাপন দেবো। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
পাকিস্তানি লিগে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তা পর্যবেক্ষণে বিসিবি
সর্বশেষ খবর
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭ জন
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭ জন
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে নতুন কোচ পেলো পাকিস্তান 
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে নতুন কোচ পেলো পাকিস্তান 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়