X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মাহমুদউল্লাহকে সরে যাওয়ার পথ দেখালেন পাপন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:১১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৬

এশিয়া কাপে ব্যর্থতার পর হঠাৎই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এই উইকেটকিপার ব্যাটারের ঘোষণার পর মাহমুদউল্লাহর অবসর নিয়ে আলোচনা তীব্রতর হয়েছে। যদিও গত বছর সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল। তবে মুশফিক অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিলেও মাহমুদউল্লাহ ‘চুপ’! এই অবস্থায় আজ (মঙ্গলবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি না হলেও প্রচ্ছন্ন ভাবেই মাহমুদউল্লাহকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন!

টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গে আজ আলোচনায় বসে দল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন পাপন। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বিসিবি সভাপতির ইঙ্গিত, বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদউল্লাহকে না-ও দেখা যেতে পারে। একই সঙ্গে তিনি সরে যাওয়ার পথ দেখিয়ে জানিয়েছেন, মাহমুদউল্লাহ চাইলে তাকে মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করে দেবে বিসিবি।

টিম কম্বিনেশনের কারণে বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর জায়গা অনিশ্চিত। শুধু তা-ই নয়, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বড় পরিকল্পনা করছে বিসিবি। সেই পরিকল্পনাতেও মাহমুদউল্লাহকে রাখা যাচ্ছে না।

দুই বছর পরের হিসাব বাদ, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় মাহমুদউল্লাহ আছেন কিনা, এমন প্রশ্নে পাপন বলেছেন, ‘এখানে ইস্যুটা মাহমুদউল্লাহকে নিয়ে নয়। আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে (২০২৪) টার্গেট করে কিছু করতে হবে। এমন কোনও কোচ নেই, এমন কোনও বোর্ড নেই যে আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাটে সব ঠিক করে দেবে। এতদিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে।’

অভিজ্ঞতা বিবেচনায় মাহমুদউল্লাহ টিকে যান কিনা সেটিও আছে আলোচনায়। যদিও বিসিবি প্রধান স্পষ্ট কিছু বললেন না, ‘এই মুহূর্তে আমার জন্য বলা অনেক কঠিন। কারণ হচ্ছে টিম কম্বিনেশনের ওপরও অনেক কিছ নির্ভর করে। কম্বিনেশনে ওরা কী চিন্তা করছে, সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে, তাহলে তো বুঝতে পারছি না।’ 

এশিয়া কাপ শেষ হতেই টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়ে দিয়েছেন মুশফিক। তামিম ইকবাল অনেক আগেই এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। মাশরাফি মুর্তজাও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে হুট করে বিদায় নিয়েছেন। তারা কেউই বিসিবিকে জানিয়ে আনুষ্ঠানিক অবসরে যাননি। বিসিবিও তাদের জন্য বড় আয়োজন করতে পারেনি। তবে মাহমুদউল্লাহর জন্য এই সুযোগ উন্মুক্ত বলে জানিয়েছেন পাপন, ‘যদি ওকে (মাহমুদউল্লাহ) রিটায়ার্ড করতে হয় এবং আমরা যদি ওকে জায়গা না দিতে পারি, তাহলে ওকে এই সুযোগ (মাঠ থেকে রিটায়ার্ড) ন্যুনতম সম্মান তো দেওয়া উচিত। কারণ মাহমুদউল্লাহর অবদান খাটো করে দেখার কোনও সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের। মুশফিকও। মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। শেষ দিন পর্যন্ত বলেছি, মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান।’

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘একেকটা ফরম্যাটে একেক জনের জায়গা হয় না টিম কম্বিনেশনের কারণে, সেটা ভিন্ন বিষয়। ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো দুই বছর পর অনেককে পাবো না। নতুন দল তৈরি করতে চাচ্ছে, সেটাও ভিন্ন ইস্যু। তবে খেলোয়াড়রা নিজেরা অবসরের ঘোষণা না দিয়ে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা তাদেরকে সম্মান জানিয়ে বিদায় দেবো। সেটা যেকোনও ফরম্যাটে। সেই সুযোগটা তারা যেন আমাদেরকে দেয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
৭৯২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনপাপনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
সর্বশেষ খবর
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি