X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

টুর্নামেন্ট সেরাও স্যাম কারান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২২, ১৯:১৮আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৯:২১

২০১৯ সালে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। অল্প সময়ের ব্যবধানে রবিবার কুড়ি ওভারের আরও একটি ট্রফি জিতলো ইংলিশরা। পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করে দলকে ট্রফি এনে দিতে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি পেসার স্যাম কারান। ২৪ বছর বয়সী এই পেসার ম্যাচ সেরা পুরষ্কারের পাশাপাশি পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কারও।

বেন স্টোকসের ব্যাটে চড়ে ইংল্যান্ড জয়ের বন্দরে পৌঁছলেও মূল কাজটা করে দিয়েছিলেন কারান। মেলবোর্নে রবিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর দিনে তার পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে বেঁধে ফেলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। ৪ ওভারে মাত্র ১২ রানে শিকার করেছেন ৩ উইকেট।

এমন বোলিংয়ের পর স্টোকসে টপকে ম্যাচ সেরার পুরষ্কারটি জেতেন তিনিই। শুধু তাই নয় পুরো টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিক ছিলেন তিনি। সব মিলিয়ে ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার পেছনে অনেক বড় একটি অবদান বাঁহাতি এই পেসারের। যার ফলে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

আইসিসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন হয় ভোটের মাধ্যমে। এর জন্য ৯ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল আইসিসি। ক্রিকেটভক্তদের সামনে ভোট দিয়ে মতামত জানানোর সুযোগ ছিল। ইংল্যান্ডের সর্বোচ্চ তিনজন, ভারত ও পাকিস্তানের দুইজন করে এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের একজন করে ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকা জায়গা পান।

ইংল্যান্ডের তিন ক্রিকেটার হলেন- তারকা জস বাটলার, অ্যালেক্স হেলস ও স্যাম কারান। ইংলিশ অধিনায়ক ৬ ম্যাচে ২ হাফসেঞ্চুরিতে ২২৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চার নম্বরে ছিলেন। ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিং করে ম্যাচ জেতানো হেলসের ব্যাট থেকে ২ হাফসেঞ্চুরিতে আসে ২১২ রান। ইংলিশ পেসার স্যাম কারান ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার দুই নম্বরে ছিলেন।

সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৪ হাফসেঞ্চুরিতে তার রান ২৯৬। আরেক ভারতীয় সূর্যকুমার যাদব ৩ হাফসেঞ্চুরিতে করেছেন ২৩৯ রান। 

পাকিস্তানের দুই বোলার শাহীন আফ্রিদি ও শাদাব খান শীর্ষ ৫ এ না থাকলেও টুর্নামেন্ট সেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকাতে ছিলেন। দুইজনই ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। ফাইনালে আফ্রিদি ২.১ ওভার বোলিং করেই ইনজুরিতে ছিটকে যান। হুট করে এভাবে ছিটকে না গেলে হয়তো ম্যাচের গল্পটা ভিন্নরকম হতে পারতো! এছাড়া শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও ছিলেন টুর্নামেন্ট সেরার সংক্ষিপ্ত তালিকাতে। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে লঙ্কান এই স্পিনার তালিকার শীর্ষে ছিলেন। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছেন। ৮ ম্যাচে ২১৯ রানের পাশাপাশি নিয়েছিলেন ১০টি উইকেট।

বিরাট কোহলির সঙ্গে স্বদেশী জস বাটলারদের ছাপিয়ে ২৪ বছর বয়সী টুর্নামেন্ট সেরার পুরষ্কারটি জিতেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলে সিনিয়র বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা যা পারেননি তরুণ স্যাম কারান অল্প বয়সেই ট্রফি জয়ের আনন্দ উপভোগ করার সুযোগ পেলেন।

/আরআই/এমআর/
সম্পর্কিত
নাসাউ পিচ পেলো ‘অসন্তোষজনক’ রেটিং
বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!
বিশ্বকাপে না খেলেও জয়সওয়াল, চাহালরা পাচ্ছেন ৫ কোটি রুপি
সর্বশেষ খবর
স্বামীসহ সাবেক সংসদ সদস্য মীরার বিরুদ্ধে দুদকের দুই মামলা
স্বামীসহ সাবেক সংসদ সদস্য মীরার বিরুদ্ধে দুদকের দুই মামলা
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি