X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাকিবের স্বপ্ন বড় ক্যানসার হাসপাতাল নির্মাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ১৯:৪৯আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৬:৩৪

গত কয়েক দিন বিভিন্ন ইস্যুতে আলোচনায় সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার আজ তার ৩৬তম জন্মদিনে মহতী এক উদ্যোগে সাড়া ফেলেছেন। বিশেষ দিনটিতে বাঁহাতি ক্রিকেটার নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

অবশ্য তার এই উদ্যোগের কথা বেশ কিছু দিন ধরে আলোচনাতে ছিল। যে উদ্যোগে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন সাবেক কয়েকজন ক্রিকেটার ও দুজন স্বনামধন্য কোচ। সাবেক ক্রিকেটারদের সেই গ্রুপটির অন্যতম সদস্য হিসেবে অনুষ্ঠানে ছিলেন নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ। 

সাবেক কোচদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক বলে পরিচিত নাজমুল আবেদীন ফাহিম এই ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সদস্য। শুক্রবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের এই মহতী উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। তারপর টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব নিজের বক্তব্যে ফাউন্ডেশন গড়ে তোলার কারণ উপস্থাপন করেছেন, ‘রোজা শুরু জুমার দিন, আজ আমার জন্মদিন। একদিনে সব মিলে গেছে। দিনটি আলাদা আরেকটি কারণে বিশেষ, আমাদের নতুন একটি উদ্যোগের কারণে। অনেক সময় আমি অনেক কাজের সঙ্গে জড়িত হয়েছি। চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। কিন্তু এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। এই ক্যানসার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটাই কারণ।’

ফাউন্ডেশন দিয়ে সাকিবের স্বপ্ন এখন বড় একটা হাসপাতাল তৈরি। যাতে সুবিধা বঞ্চিত মানুষেরা তার সেবা নিতে পারেন, ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন কাজ করতে চায় সেসব মানুষের জন্য, যাদের ব্যয়বহুল এই চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। আমরা যদি ১০০ বা এক হাজার মানুষকে সহায়তা করতে পারি সেটাই অনেক বড় অর্জন হবে। আমাদের স্বপ্ন বড় একটা ক্যানসার হাসপাতাল করার। যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল কিছু থাকবে।’

সাকিবের ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধনে বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিবের মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি সাকিবের উদ্যোগের প্রশংসা করে বলেছেন, ‘আজকে সাকিবের জন্মদিন, আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল, কিন্তু জানতাম না। এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম, সত্যিই এর চেয়ে ভালো দিন আর হতে পারে না।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
সর্বশেষ খবর
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়