X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাকিবের স্বপ্ন বড় ক্যানসার হাসপাতাল নির্মাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ১৯:৪৯আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৬:৩৪

গত কয়েক দিন বিভিন্ন ইস্যুতে আলোচনায় সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার আজ তার ৩৬তম জন্মদিনে মহতী এক উদ্যোগে সাড়া ফেলেছেন। বিশেষ দিনটিতে বাঁহাতি ক্রিকেটার নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

অবশ্য তার এই উদ্যোগের কথা বেশ কিছু দিন ধরে আলোচনাতে ছিল। যে উদ্যোগে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন সাবেক কয়েকজন ক্রিকেটার ও দুজন স্বনামধন্য কোচ। সাবেক ক্রিকেটারদের সেই গ্রুপটির অন্যতম সদস্য হিসেবে অনুষ্ঠানে ছিলেন নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ। 

সাবেক কোচদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক বলে পরিচিত নাজমুল আবেদীন ফাহিম এই ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সদস্য। শুক্রবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের এই মহতী উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। তারপর টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব নিজের বক্তব্যে ফাউন্ডেশন গড়ে তোলার কারণ উপস্থাপন করেছেন, ‘রোজা শুরু জুমার দিন, আজ আমার জন্মদিন। একদিনে সব মিলে গেছে। দিনটি আলাদা আরেকটি কারণে বিশেষ, আমাদের নতুন একটি উদ্যোগের কারণে। অনেক সময় আমি অনেক কাজের সঙ্গে জড়িত হয়েছি। চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। কিন্তু এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। এই ক্যানসার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটাই কারণ।’

ফাউন্ডেশন দিয়ে সাকিবের স্বপ্ন এখন বড় একটা হাসপাতাল তৈরি। যাতে সুবিধা বঞ্চিত মানুষেরা তার সেবা নিতে পারেন, ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন কাজ করতে চায় সেসব মানুষের জন্য, যাদের ব্যয়বহুল এই চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। আমরা যদি ১০০ বা এক হাজার মানুষকে সহায়তা করতে পারি সেটাই অনেক বড় অর্জন হবে। আমাদের স্বপ্ন বড় একটা ক্যানসার হাসপাতাল করার। যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল কিছু থাকবে।’

সাকিবের ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধনে বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিবের মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি সাকিবের উদ্যোগের প্রশংসা করে বলেছেন, ‘আজকে সাকিবের জন্মদিন, আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল, কিন্তু জানতাম না। এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম, সত্যিই এর চেয়ে ভালো দিন আর হতে পারে না।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়