X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

২০০ টাকায় টিকিট, চট্টগ্রামে দর্শকখরা ঘুচবে তো?

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৫ মার্চ ২০২৩, ১৫:১৬আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৫:১৬

বাইশ গজে চার-ছক্কার ধুমধাড়াক্কার উত্তেজনাও দর্শক টানতে পারছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্যালারি প্রায় ফাঁকাই ছিল। এবার টি-টোয়েন্টি দিয়ে চট্টগ্রামে ফিরেছে ক্রিকেট। এবার দর্শকখরা ঘুচবে তো? সর্বশেষ ইংল্যান্ড সিরিজে জহুর আহমেদ স্টেডিয়ামে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা হয়েছিল, দুই ম্যাচে বাংলাদেশ জিতলেও দর্শকেরা যেন মুখ ফিরিয়েই রেখেছিল।

সিলেটে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সাক্ষী হয়েছে প্রায় ফাঁকা গ্যালারির। কুড়ি ওভারের ফরম্যাট কি পারবে চট্টগ্রামে দর্শকখরা ঘোচাতে? অবশ্য রোজার কারণে স্টেডিয়ামে দর্শকদের প্রত্যাশিত উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। আগামী সোমবার থেকে শুরু হবে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দর্শকদের জন্য এরই মধ্যে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে তারা মূল্য তালিকা প্রকাশ করেছে। সর্বনিম্ন ২০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখা যাবে।

এদিকে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে ব্যক্তিগত মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে একজন সর্বোচ্চ দুটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া সরাসরি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে পারবেন সমর্থকরা। চট্টগ্রামে রবিবার থেকে ৬ ক্যাটাগরির টিকিট ছাড়া হবে। 

আয়ারল্যান্ড সিরিজ উপভোগ করতে ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ২০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে পূর্ব গ্যালারির মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি, যার দাম ১৫০০ টাকা। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন। এছাড়া অন্য সময় ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা।

২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে ২৯ ও ৩১ মার্চ বাকি দুটি ম্যাচ হবে। সবগুলো খেলা দুপুর ২টায় শুরু হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
ভারতের স্কুলের চেয়েও বাংলাদেশ জাতীয় দলের সুযোগ-সুবিধা কম!
আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মিরাজ
আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়লেন ১০ বাংলাদেশি ক্রিকেটার
সর্বশেষ খবর
জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
শাহবাগে বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহবাগে বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর আকাশের মেঘের ঘনঘটা, চমকাচ্ছে বিদ্যুৎ, মুষলধারে বৃষ্টি
রাজধানীর আকাশের মেঘের ঘনঘটা, চমকাচ্ছে বিদ্যুৎ, মুষলধারে বৃষ্টি
জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত
জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর