X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোহামেডানের জয়ের দিনে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ১৮:০২আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৮:০২

মোহামেডানের জার্সিতে ফিরলেন সাকিব আল হাসান। আর তাতেই হারের বৃত্ত ভেঙে জয়ের আনন্দে মেতেছে দল, তবে তাতে কোনও অবদান রাখতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারিয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম জয় তুলে নিয়েছেন গত কয়েক মৌসুম ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি। 

আগের মৌসুমে মোহামেডানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরও কোনও ম্যাচ খেলতে পারেননি সাকিব। ঐতিহ্যবাহী এই ক্লাবটি সুপার লিগে না উঠতে পারায় তাকে খেলতে দেখা যায় লিজেন্ডস অব রূপগঞ্জে। ঢাকা লিগের চলমান আসরেও সাকিবকে খুব একটা পাওয়ার আশা নেই। কেননা আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তার আছে আইপিএলের ব্যস্ততা। তবে এরই ফাঁকে শনিবার মোহামেডানের হয়ে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। হয়তো প্রথম এবং শেষ ম্যাচ! তবে টানা হারের বৃত্তে থাকা দলটি সাকিবের ফেরার ম্যাচে জয়ে রাঙিয়েছে।

বিকেএসপিতে আগে ব্যাটিং করে মোহামেডান। এই ম্যাচে সাকিবকেই কেবল পায়নি মোহামেডান। রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজকেও পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। টপ অর্ডার থেকে ডিমোশন পাওয়া সৌম্য সরকার লেট অর্ডারে নেমেও রান করতে পারেননি।

আগে ব্যাটিং করে ইমরুল ও রনি মিলে দারুণ শুরু করেন। রনি ৪৪ বলে ৩২ রানে আউট হতেই জুটি ভাঙে তাদের। অবশ্য তার আউটের পর মিরাজ (৫) ও সাকিব (৫) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে মোহামেডান। এরপর মাহমুদউল্লাহর দায়িত্বশীল ইনিংসে সেই চাপ থেকে বেরিয়ে আসে ঐতিহ্যবাহী ক্লাবটি। ৫১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। ইমরুল অবশ্য সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন। ১০১ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলেন মোহামেডানের অধিনায়ক। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন ২২, আরিফুল হক ৩৯ ও জ্যাক লিনটটের ২৪ রানের ইনিংসে মোহামেডান ৭ উইকেট হারিয়ে ২৯০ রান করে। 

শেখ জামালের বোলারদের মধ্যে পারভেজ রাসুল ও আরিফ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া শফিকুল, মৃত্যুঞ্জয় ও সাইফ নিয়েছেন একটি করে উইকেট।

২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান ও সৈকত আলী মিলে প্রত্যাশিত শুরুই পেয়েছিল। কিন্তু বেশিদূর এগোতে পারেননি সাইফ ও সৈকত। ৪৫ বলে ২৬ রান করে সৈকত আউট হওয়ার পর সাইফও ফিরে গেছেন হাফ সেঞ্চুরি (৫৮) করে। এরপর গুরুত্বপূর্ণ তিন ব্যাটার ফজলে মাহমুদ (৩৬), তৌহিদ হৃদয় (২) ও নুরুল হাসান সোহান (১৬) ব্যর্থ হওয়াতে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় শেখ জামাল। মিডল অর্ডার ব্যাটার পারভেজ এক প্রান্তে দাঁড়িয়ে অবশ্য লড়াই করেছিলেন। কিন্তু তার ৫৬ বলে ৬৩ রানের ইনিংসটি ব্যর্থ হয়েছে। ৪৯.২ ওভারে শেখ জামাল ২৬৮ রানে অলআউট হয়ে যায়।

বল হাতে মোহামেডানের আবু জায়েদ রাহী ৮৩ রানে নেন তিনটি উইকেট। এছাড়া বিদেশি কোটায় খেলা জ্যাক লিনটটও পান তিনটি উইকেট। নাজমুল অপু ও মিরাজ নেন একটি করে উইকেট। ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাকিব বল হাতেও সাফল্য পাননি। ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি স্পিনার।

ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সাকিব হেলিকপ্টারে করে বিকেএসপি ছাড়েন।

/আরআই/এফএইচএম/ 
সম্পর্কিত
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ