X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

আফ্রিদিকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ২১:৫৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২২:০৯

নিউ জিল্যান্ডের বিপক্ষে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই দুটি স্কোয়াডে রাখা হয়েছে পেসার শাহীন শাহ আফ্রিদিকে। চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। এছাড়া বাবর আজমকেও ফিরিয়ে দেওয়া হয়েছে নেতৃত্ব।

হাঁটুর ইনজুরিতে পুনর্বাসন শেষ করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট ও তিন ওয়ানডেতে খেলেননি শাহীন আফ্রিদি। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সকে ট্রফি জিতিয়ে ইতিহাস গড়েন। প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখে তারা। ওই টুর্নামেন্টে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন শাহীন আফ্রিদি। ১৬৮.৩৫ স্ট্রাইক রেটে ১৩৩ রান করার পাশাপাশি নেন ১৯ উইকেট।

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাবরকে বিশ্রামে রেখে শাদাব খানকে অধিনায়ক করা হয়। অভিজ্ঞ অধিনায়ককে আবার পুরোনো দায়িত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ফখর জামান, হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম শেষে দলে ডাকা হয়েছে।

শারজায় আফগানদের বিপক্ষে নজরকাড়া পারফর্ম করে ইহসানউল্লাহ, সাইম আইয়ুব ও জামান খান টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। ক্যারিয়ারে প্রথমবার ইহসানউল্লাহ ওয়ানডে দলেও ডাক পেয়েছেন।

১৪ এপ্রিল থেকে লাহোরে হবে পাঁচ টি-টোয়েন্টির প্রথম তিনটি। শেষ দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ২৭ এপ্রিল থেকে হবে পাঁচ ওয়ানডে।

টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জামান খান।

ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানউল্লাহ, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও উসামা মীর; রিজার্ভ- আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ ও তৈয়ব তাহির।

/এফএইচএম/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাত: সূচি অনুযায়ী মাঠে গড়াবে পিএসএল 
অধিনায়ক হিসেবে ইংরেজি বলতে না পারার জন্য লজ্জিত নই: রিজওয়ান 
পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো নিউজিল্যান্ড  
সর্বশেষ খবর
দেবর-ভাবির অনৈতিক সম্পর্কের অভিযোগে সা‌লি‌শে নারীর চুল কাট‌লেন ‘‌বিচারকরা’
দেবর-ভাবির অনৈতিক সম্পর্কের অভিযোগে সা‌লি‌শে নারীর চুল কাট‌লেন ‘‌বিচারকরা’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৪
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৪
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ