X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আফ্রিদিকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ২১:৫৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২২:০৯

নিউ জিল্যান্ডের বিপক্ষে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই দুটি স্কোয়াডে রাখা হয়েছে পেসার শাহীন শাহ আফ্রিদিকে। চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। এছাড়া বাবর আজমকেও ফিরিয়ে দেওয়া হয়েছে নেতৃত্ব।

হাঁটুর ইনজুরিতে পুনর্বাসন শেষ করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট ও তিন ওয়ানডেতে খেলেননি শাহীন আফ্রিদি। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সকে ট্রফি জিতিয়ে ইতিহাস গড়েন। প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখে তারা। ওই টুর্নামেন্টে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন শাহীন আফ্রিদি। ১৬৮.৩৫ স্ট্রাইক রেটে ১৩৩ রান করার পাশাপাশি নেন ১৯ উইকেট।

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাবরকে বিশ্রামে রেখে শাদাব খানকে অধিনায়ক করা হয়। অভিজ্ঞ অধিনায়ককে আবার পুরোনো দায়িত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ফখর জামান, হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম শেষে দলে ডাকা হয়েছে।

শারজায় আফগানদের বিপক্ষে নজরকাড়া পারফর্ম করে ইহসানউল্লাহ, সাইম আইয়ুব ও জামান খান টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। ক্যারিয়ারে প্রথমবার ইহসানউল্লাহ ওয়ানডে দলেও ডাক পেয়েছেন।

১৪ এপ্রিল থেকে লাহোরে হবে পাঁচ টি-টোয়েন্টির প্রথম তিনটি। শেষ দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ২৭ এপ্রিল থেকে হবে পাঁচ ওয়ানডে।

টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জামান খান।

ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানউল্লাহ, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও উসামা মীর; রিজার্ভ- আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ ও তৈয়ব তাহির।

/এফএইচএম/
সম্পর্কিত
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
ভিসা না পাওয়ায় পাকিস্তান দলের সঙ্গে যেতে পারেননি আমির
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
সর্বশেষ খবর
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন