মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে এবার ঝড় তুললেন সাকিব আল হাসান। ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ইনিংসের পর বাঁহাতি ব্যাটারের ক্যামিওতে ৭ উইকেটে ৩৪৮ রান করেছে ঐতিহ্যবাহী ক্লাব।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের প্রথম ম্যাচ খেলেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডানের জার্সিতে নিষ্প্রভ ছিলেন তিনি। ষষ্ঠ রাউন্ডের ওই ম্যাচে ৯ বল খেলে করেন মাত্র ৫ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে আবার লিগে ফিরলেন সাকিব। সিটি ক্লাবের বিপক্ষে শনিবার অষ্টম রাউন্ডের ম্যাচে ঝড় তোলেন তিনি। বাঁহাতি ব্যাটার ছোট্ট ইনিংস খেললেও তা ছিল মুগ্ধকর। ১৬ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করেন তিনি।
৪৪তম ওভারে ইমরুল কায়েস ১১৪ রানে রিটায়ার্ট হার্ট হলে ক্রিজে নামেন সাকিব। শেষ বলে স্ট্রাইকে যান। ওয়াইডের পর পরের বল ডট। পরের ওভারে নিজের প্রথম বলেই রবিউল হককে চার মারেন বাঁহাতি ব্যাটার। পরের ওভারে আরেকটি চার হাঁকান। ৪৮তম ওভারে রায়হান রাফসানকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন সাকিব। ইনিংস শেষ হওয়ার দুই বল আগে থামেন তিনি। রায়হানের বলে বদলি ফিল্ডার ইফতেখার সাজ্জাদের ক্যাচ হন। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ১৬২.৫০ স্ট্রাইক রেটে ইনিংস শেষ করেন।
সাকিবের ছোট ক্যামিওর আগে ইমরুলের সেঞ্চুরি বড় স্কোরের ভিত গড়ে দেয়। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের ৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান ছিল অসাধারণ। মাহিদুল ইসলাম অঙ্কন ৫২ বলে ২ চার ও ৪ ছয়ে ৬৫ রান করেন।