X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাঞ্জাবকে বিদায় দিয়েও ঝুলে রইলো রাজস্থান

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৩, ০০:২৮আপডেট : ২০ মে ২০২৩, ০১:০৬

আইপিএলে প্লে-অফে যেতে বড় জয়ের সঙ্গে রান রেটের বিষয়টাও মাথায় রাখতো হতো রাজস্থান রয়্যালসের। একই বিষয় প্রযোজ্য ছিল প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের বেলাতেও। সেই জায়গায় ২ বল হাতে রেখে শুধু জয়টাকেই নিশ্চিত করতে পেরেছে রাজস্থান। ৪ উইকেটে জিতে পাঞ্জাবকে বিদায়ের পথ দেখিয়েছে তারা। তাতে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা টিকে থাকলেও এখন সেটা নিজেদের হাতে নেই। 

স্কোর:

পাঞ্জাব: ১৮৭/৫
রাজস্থান: ১৮৯/৬
ফল: রাজস্থান ৪ উইকেটে জয়ী।  

প্লে-অফের জন্য তাদের রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-গুজরাট টাইটান্স ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রার্থনায় থাকতে হবে মুম্বাই যেন হায়দরাবাদের কাছে হারে এবং বেঙ্গালুরু যেন কমপক্ষে ৬ রানে গুজরাটের কাছে পরাজয়ের স্বাদ নেয়।

পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে রাজস্থান। এক ম্যাচ কম খেলা বেঙ্গালুরু ১৪ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে। রাজস্থানের রানরেট ০.১৪৮। বেঙ্গালুরুর ০.১৮০।  মুম্বাই ১৪ পয়েন্ট ও -০.১২৮ রান রেট অবস্থান করছে ছয় নম্বরে। তাদের হাতেও একটি ম্যাচ বাকি। 

এমন জটিল সমীকরণের সামনে রাজস্থানকে পড়তে হতো না যদি ১৮৮ রানের লক্ষ্য তারা আরও আগেই টপকে যেত। কিন্তু সেটি হয়নি শুরুটা বাজে হওয়ায়। ১২ রানেই সাজঘরে ফিরেছেন জস বাটলার। তার পর হাল ধরেন দেবদূত পাডিক্কাল ও যশ্বসী জয়সওয়াল। দূজনেই ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পেয়েছেন। যোগ করেছেন ৭৩ রান। পাডিক্কাল ৩০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেছেন। ম্যাচসেরাও তিনি। পাডিক্কালের বিদায়ের পর অধিনায়ক সাঞ্জু স্যামসনও (২) দ্রুত ফিরলে বিপদ বাড়ে রাজস্থানের। তার পর জয়সওয়াল-শিমরন হেটমায়ারের ঝড়ো জুটিই ইনিংস সামলেছে। দুজনের ৪৭ রানের জুটি ভাঙে জয়সওয়ালের বিদায়ে। এই ওপেনার ৩৬ বলে ৮ চারে ৫০ রান করেছেন। রায়ান পরাগ ১২ বলে ২০ রানের কার্যকরী ইনিংসে ফিরলেও রানরেটের কথা মাথায় রেখে খেলতে থাকেন হেটমায়ার। শেষ পর্যন্ত ২৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৬ রানে ফেরেন তিনি। ততক্ষণে শেষ ৬ বলে রাজস্থানের ৯ রান দরকার। সেই রান ১৯.৪ ওভারে ছক্কা মেরে টপকেছেন ধ্রুব জুরেল।

পাঞ্জাবের হয়ে ৪০ রানে দুটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। একটি করে নিয়েছেন স্যাম কারান, আরশদীপ সিং, নাথান এলিস ও রাহুল চাহার।

এর আগে টস হেরে ৫ উইকেটে ১৮৭ রান করেছে পাঞ্জাব। ৫০ রানে ৪ উইকেট হারানো দলটা শেষ পর্যন্ত মাথা তুলে দাঁড়ায় মিডল অর্ডারে স্যাম কারান ও জিতেশ শর্মার ঝড়ো জুটিতে। জিতেশ ২৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে আউট হলেও ৪৯ রানে অপরাজিত ছিলেন কারান। তার ৩১ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়। 

রাজস্থানের হয়ে ৪০ রানে তিনটি উইকেট নেন নবদীপ সৈনি। একটি করে নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা। 

/এফআইআর/
সম্পর্কিত
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
রান উৎসবের ম্যাচে হায়দরাবাদের কাছে হারলো মুম্বাই
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়