১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অধিনায়ক কপিল দেব এবার তার দেশকে নিয়ে বেশ আশাবাদী। রোহিত শর্মারা তৃতীয় ট্রফি জিততে প্রস্তুত মনে করছেন তিনি। এশিয়া কাপে রোহিত শর্মাদের পারফরম্যান্স দেখে এই মন্তব্য করলেন সাবেক অলরাউন্ডার।
বিশ্বকাপে ১২ বছরের ট্রফি খরা ঘুচাতে এবার নিজেদের মাঠে লড়বে ভারত। তার আগে এশিয়া কাপে শিরোপা জিতে মনোবল বাড়িয়ে নিয়েছে রোহিত-কোহলিরা। ফাইনালে অবিশ্বাস্য পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৫০ রানে গুটিয়ে দেওয়ার পর ১০ উইকেটে জিতেছে ভারত। চেন্নাইয়ে এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু হবে তাদের।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে কপিল বলেছেন, ভারতের প্রথম লক্ষ্য হতে হবে সেরা চারে ওঠা। তারপর বাকিটা কপালের ব্যাপার। সাবেক অধিনায়ক ভারতকে আবেগ দিয়ে খেলতে ও টুর্নামেন্ট উপভোগ করতে বলেছেন।
কপিল বলেছেন, ‘আমি মনে করি আমাদের জন্য শীর্ষ চারে ওঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরেরটা ভাগ্যের ব্যাপার। ঠিক এখন আমরা নিজেদের ফেভারিট বলতে পারি না। অবশ্যই আমাদের দল খুব ভালো। হৃদয় বলছে অন্য কিছু, মন বলছে না আমাদের অনেক খাটতে হবে। আমি আমাদের দলকে চিনি, অন্য দলগুলো সম্পর্কে জানি না। সুতরাং ফাঁকা বুলি আওড়ানো আমার জন্য ভালো হবে না।’
তিনি আরও যোগ করেন, ‘এখন পর্যন্ত ভারতীয় দলকে নিয়ে বলা যায়, তারা খেলতে ও চ্যাম্পিয়নশিপস জিততে প্রস্তুত। তাদের আবেগ দিয়ে খেলতে হবে, নিজেদের উপভোগ করতে হবে।’