X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীলঙ্কাকে হারের বৃত্তে রেখে অস্ট্রেলিয়ার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ২২:১১আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২২:১৬

২০৯ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। ছোট লক্ষ্যে শুরুতে হোঁচট খেলেও সহজ জয় এনে দিলেন তাদের ব্যাটাররা। মিচেল মার্শ ও জশ ইংলিসের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারের বৃত্তে রেখে ৫ উইকেটে এই বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতলো অজিরা।

ইনজুরি জর্জর শ্রীলঙ্কা আগে ব্যাটিংয়ে নেমে ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়েছিল। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরা হাফ সেঞ্চুরি করে আউট হলে ধস নামে। ৫২ রানের ব্যবধানে শেষ ৯ উইকেট হারায় লঙ্কানরা।

লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে দিলশান মাদুশাঙ্কা জোড়া আঘাত হানেন। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (১১) ও স্টিভ স্মিথ (০) এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি ওয়ার্নার। 

পঞ্চম ওভারে মার্নাস লাবুশেনের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানিয়ে উল্লাসে মাতেন লাহিরু কুমারা। রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টান অজি ব্যাটার। শূন্য রানে জীবন পেয়ে লাবুশেন শুরুর ধাক্কা সামলে নেন মিচেল মার্শের সঙ্গে ৫৭ রানের জুটিতে। মার্শ ৫১ বলে ৫২ রান করেন ৯ চার মেরে। অস্ট্রেলিয়া ওপেনার রান আউট হলে হাল ধরেন ইংলিস ও লাবুশেন।

চতুর্থ উইকেটে ৭৭ রান তোলেন তারা দুজন। মাদুশাঙ্কা লাবুশেনকে (৪০) হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন।

ফিফটি করে ইংলিস দলকে জিতিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন। ব্যর্থ হন তিনি। লক্ষ্য থেকে ১৮ রান দূরে থাকতে থামেন এই উইকেটকিপার ব্যাটার। ৫৯ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৮ রান করেন ইংলিস। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে তার জুটি ছিল ৩৪ রানের।

ম্যাক্সওয়েল মার্কাস স্টয়নিসকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লং অফ দিয়ে ছক্কা মেরে দলকে জেতান স্টয়নিস। ৩৫.২ ওভারে ৫ উইকেটে ২১৫ রান করে অস্ট্রেলিয়া। স্টয়নিস ২০ ও ম্যাক্সওয়েল ৩১ রানে অপরাজিত ছিলেন। ৪৭ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা।

টানা তিন ম্যাচ হারলো শ্রীলঙ্কা। আর ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
সামাজিকভাবে গ্রহণযোগ্য আ.লীগের সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন: আমির খসরু
সামাজিকভাবে গ্রহণযোগ্য আ.লীগের সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন: আমির খসরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গ্রেফতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গ্রেফতার
‘যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন না, তারাই বিরোধিতা করছেন’
‘যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন না, তারাই বিরোধিতা করছেন’
বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল
বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?