X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ক্লাসেন-ইয়ানসেন ঝড়ে ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ১৯:০০আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:৩৩

রানের পাহাড় গড়াটা নিয়মিত অভ্যাসে পরিণত করেছে দক্ষিণ আফ্রিকা। এই আসরে লঙ্কানদের বিপক্ষে ৪২৮ রান তুলে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরের ইতিহাস গড়েছে। ইংল্যান্ডের বিপক্ষেও স্কোরটা করলো চারশ ছুঁই ছুঁই। মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে টসে হেরে ইংলিশদের বিপক্ষে ৭ উইকেটে ৩৯৯ রান করেছে প্রোটিয়া দল।

গত ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ের সূচনাটা করেছিলেন ওপেনার কুইন্টন ডি কক। এবার অবশ্য দ্বিতীয় বলেই আউট হয়েছেন তিনি। গত ম্যাচে যারা প্রভাব বিস্তার করে সেঞ্চুরি করেছিলেন, তারা এদিন ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। ব্যতিক্রম ছিলেন রাসি ফন ডার ডুসেন। শুরুর ধাক্কা সামাল দিতে অবদান রাখেন তিনি। বাভুমা অসুস্থ থাকায় তার বদলে নামা রিজা হেনড্রিকস তাকে সঙ্গে নিয়ে যোগ করেছেন ১২১ রান।

৭৫ বলে ৮৫ রান করেছেন হেনড্রিকস। ৬০ রান করা ডুসেনকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন রশিদ। ৮৫ রানে ইংলিশ স্পিনার হেনড্রিকসকেও আউট করে মাঝে কাটানোর বিছানোর চেষ্টা করেছেন। মারক্রাম এই সময় হালকা প্রতিরোধ গড়ে পরিস্থিতি সামাল দিলেও আউট হন ৪২ রানে। এই সময় ডেভিড মিলারের কার্যকরী ব্যাটিংয়ে প্রোটিয়া দল ফল পেতে পারতো। সেই মিলার ৫ রানে আউট হওয়ায় চাপ তৈরি হয়েছিল। কিন্তু হাইনরিখ ক্লাসেন ও মার্কো ইয়ানসেনের বারুদে ব্যাটিংয়ে সেই চাপ মুহূর্তেই উড়ে গেছে। তাদের অসাধারণ ব্যাটিং প্রদর্শনীতে ম্যাচের গিয়ার বদলেছে দ্রুতই। ৭৭ বলে তাদের ঝড়ো ১৫১ রানের জুটি স্কোরটাকে চারশর কাছাকাছি নিয়ে গেছে।

৬১ বলে বিস্ফোরক সেঞ্চুরি পাওয়া ক্লাসেন আউট হন দলের ৩৯৪ রানে। শেষ পর্যন্ত ৬৭ বলে ১০৯ রানে ফিরেছেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছয়। ৩৫ বলে ফিফটি পাওয়া ইয়ানসেন ৭৫ রানে অপরাজিত ছিলেন। তার ৪২ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৬টি ছয়ের মার।

ইংল্যান্ডের হয়ে ৮৮ রানে তিনটি উইকেট নিয়েছেন রিস টপলি। দুটি করে নিয়েছেন গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।   

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স