X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের অধিনায়ক রোহিত

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। বিশ্বকাপ পর্যন্ত কোচও থাকছেন রাহুল দ্রাবিড়। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্বে খেলেছে ভারত। সর্বোচ্চ সাফল্য বলতে সেমিফাইনাল। এরপর ২০২৩ সালে একটি টি-টোয়েন্টিও খেলেননি তিনি। তবু তার ওপর আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)। এই বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে পুনরায় নেতৃত্বে ফিরেছেন। তখনই নিশ্চিত হয়ে যায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব রোহিতের ওপরই থাকছে। জুনে বৈশ্বিক ইভেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। 

রোহিতের অধিনায়ক ও রাহুল দ্রাবিড়ের কোচ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ। রাজকোটে একটি স্টেডিয়ামের পুনঃনামকরণ অনুষ্ঠানে তিনি রোহিতের নেতৃত্ব নিয়ে বলেছেন, ‘এক বছর পর নেতৃত্বে ফেরা মানে নিশ্চিতভাবেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত অধিনায়ক থাকছেন।’

তিনি আত্মবিশ্বাসী যে রোহিতের অধীনে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলবে, ‘রোহিতের সেই সামর্থ্য আছে। আমরা ওয়ানডে বিশ্বকাপেই সেটা দেখেছি। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল। আমি আত্মবিশ্বাসী বারবাডোজে রোহিতের নেতৃত্বে আমরা টি-টোয়েন্টি ঘরে আনতে পারবো।’

এ সময় বিরাট কোহলির বিষয়েও কথা বলেছেন শাহ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি খেলবেন কিনা সেটা নিয়ে বলেছেন, ‘আমরা তার সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’ আফগানিস্তানের বিপক্ষে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম ম্যাচ খেলেননি তিনি। তার পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে তার সার্বিক অবস্থা নিয়ে জটিলতা তৈরি হলেও বোর্ডের সমর্থন পাচ্ছেন কোহলি। শাহ বলেছেন, ‘দেখুন যদি কেউ ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার ব্যক্তিগত কারণে ছুটি নেয়, এটা তার অধিকারের মধ্যে পড়ে। কোহলি কোনও কারণ ছাড়া ছুটি নেওয়ার লোক নয়। আমাদের খেলোয়াড়দের সমর্থন ও তাদের ওপর আস্থা রাখা উচিত।’

/এফআইআর/          
সম্পর্কিত
মাটিতে বল ছুড়ে শাস্তি পেলেন পান্ত
দিলীপ দোষির প্রয়াণে শোকাহত ভারতের ক্রিকেট 
অবশেষে খেলোয়াড়দের বিশ্বকাপের প্রাইজমানি দিতে যাচ্ছে ওমান 
সর্বশেষ খবর
মাটিতে বল ছুড়ে শাস্তি পেলেন পান্ত
মাটিতে বল ছুড়ে শাস্তি পেলেন পান্ত
বুধবার মেট্রোরেলের দুই স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া চলবে
বুধবার মেট্রোরেলের দুই স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া চলবে
ফিলিস্তিন-ইরানের প্রতি সংহতি জানাতে দিন ঘোষণার আহ্ববান
ফিলিস্তিন-ইরানের প্রতি সংহতি জানাতে দিন ঘোষণার আহ্ববান
চাঁদপুরে মাদ্রাসাছাত্র হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
চাঁদপুরে মাদ্রাসাছাত্র হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা