দ্বিতীয় ও শেষ টেস্টে এসে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যামের মেইডেন সেঞ্চুরিতে স্বাগতিকদের ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী দল। জবাবে কিউইরা ১ উইকেটে ৪০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। তাদের জয়ের জন্য প্রয়োজন আরও ২২৭ রান। ক্রিজে আছেন টম ল্যাথাম ২১*। দিনের শেষ ওভারে ড্যান পিটের ঘূর্ণিতে ১৭ রানে সাজঘরে ফিরেছেন ডেভন কনওয়ে।
এই টেস্ট জিততে নিউজিল্যান্ডকে হ্যামিল্টনের সেডন পার্কে রেকর্ডই গড়তে হবে। চতুর্থ ইনিংসে চেজ করে জেতা সর্বোচ্চ রান হচ্ছে ২১২। ২৪ বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি করেছিল অস্ট্রেলিয়া।
প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে। প্রথম ইনিংসের লিডও ছিল ৩১। কঠিন কন্ডিশনে আগ্রাসী মনোভাবে ব্যাট করেছেন সেঞ্চুরি পাওয়া বেডিংহ্যাম। তার ব্যাটিং ভালো পুঁজির মঞ্চ গড়ে দিয়েছে। ক্যারিয়ার সর্বোচ্চ ১১০ রান করেছেন তিনি। সঙ্গে টেস্ট স্পেশালিস্ট কিগান পিটারসেনের ৪৩ ও অধিনায়ক নিল ব্র্যান্ডের ৩৪ রানও অবদান রাখেন। বেডিংহ্যামের ১৪১ বলের ইনিংসে ছিল ১২টি চার ও দুটি ছয়ের মার। প্রথম টেস্টেও ৮৭ রান এসেছিল তার ব্যাট থেকে। সেই টেস্ট অবশ্য ২৮১ রানে হেরেছে প্রোটিয়া দল। এই টেস্ট জিতে সমতা ফেরানোর সুযোগ তাদের সামনে।
বেডিংহাম ও পিটারসেন গুরুত্বপূর্ণ পঞ্চম উইকেট জুটিতে ৯৮ রান যোগ করেছেন। পিটারসনে আউট হতেই ধস নামে ইনিংসে। শেষ ৬ উইকেট পড়েছে মাত্র ৩৩ রানে! কিউইদের হয়ে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন উইলিয়াম ও রুর্ক। ৫০ রানে দুটি নিয়েছেন গ্লেন ফিলিপস। একটি করে নিয়েছেন ম্যাট হেনরি, রাচিন রবীন্দ্র ও নিল ওয়াগনার।