X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অনেক কিছু ঠিক হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মার্চ ২০২৪, ১০:২০আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:২০

টি-টোয়েন্টি ক্রিকেটে আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। গত ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরেও এসেছিলেন। পরে আবার বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহারও করে নেন। তখন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন কিনা এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। জানিয়েছিলেন, বিপিএলের সময়টাতে সবকিছু পরিষ্কার করবেন। কিন্তু বিপিএল চ্যাম্পিয়ন হয়েও স্পষ্ট করে করেননি কিছু। কেবল বলেছেন, অনেক কিছু ঠিক হলেই কেবল ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে!

ঘটনাটা গত বছরের জুলাই মাসের। হুট করেই আফগানিস্তান সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। একদিনের ব্যবধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলও করেছেন। সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দুটি ম্যাচও খেললেও বিসিবির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে হতাশ ছিলেন। শেষ পর্যন্ত বিশ্বকাপ দল ঘোষণার কয়েকদিন আগে নিজের নাম প্রত্যাহার করেন দেশসেরা এই ওপেনার। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তিনি। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঘরে-বাইরে দুটি সিরিজ খেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আসন্ন সিরিজের দল ঘোষণা হয়ে গেছে। সেখানেও নেই তামিম। শুধু তাই নয়, তামিমকে ছাড়াই বিসিবি চলতি বছরের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। পরে জানা যায় যে, তামিম নিজেই কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাননি।

সবকিছু মিলিয়ে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা ক্ষীণই। বিসিবিও তামিম ইস্যুতে স্পষ্ট করে কিছু বলছে না। শুক্রবার বিপিএল শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে অনেক কিছুর উত্তরই দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রশ্নে ধোঁয়াশাটা অবশ্য রেখেই দিয়েছেন। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও নানান কারণে সেটা হয়ে উঠেনি, ‘আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। কথা বলার জন্য এভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। আমাদের যোগাযোগটা আছে। শনিবার সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসবো।’

এরপরই তামিম জানালেন অনেক কিছু ঠিক হলেই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার জন্য ফিরে আসার ক্ষেত্রে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনও পয়েন্ট নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি- হয়তো দুই বছর খেলবো (সব মিলিয়ে)। ওই কথাগুলো বোর্ডের সঙ্গে বলতে হবে।’

তামিম বলেছেন বোর্ডের সঙ্গে আলোচনা না করে কিছু বলাটা ঠিক হবে না, ‘এখনও যেহেতু তাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটাও উচিত হবে না।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতন অবস্থায় আছেন কিনা এই প্রশ্নে তামিম বলেছেন,  ‘ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম। এখন তো একটু পেট বের হয়েছে দেখছেন। শারীরিকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
৩ বছরের চুক্তিতে বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টফেল
আগামী ডিসেম্বরে শুরু বিপিএল
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক