X
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে সেই অপরাজিত ডাবল সেঞ্চুরি নিয়ে গিলেস্পি যা বললেন 

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১১:১৪আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:১৪

২০০৬ সাল আর বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্টের কথা বললে একজনেরই নাম মনে আসে। তিনি জেসন গিলেস্পি। চট্টগ্রাম টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে নাইটওয়াচম্যান হিসেবে এমন ডাবলের কীর্তি শুধু তারই। তাও আবার সেটা ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট! সাবেক অজি এই পেসার আবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছেন। যদিও অন্য ভূমিকায়। পাকিস্তানের টেস্ট দলের কোচ হয়েছেন তিনি। যার প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে পাকিস্তানে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ।  

লাল বলের ক্রিকেট দায়িত্ব নিয়ে ৬ মাসের ঠাসা ব্যস্ত সূচির সামনে গিলেস্পি। যার প্রথমেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। তাই ঘুরে ফিরে তার সামনে ২০০৬ সালের চট্টগ্রাম টেস্টের কথা সংবাদ সম্মেলনেও এলো। জবাবে পাকিস্তানের বর্তমান কোচ বললেন, ‘এটা এমন একটা ঘটনা যা আমার সঙ্গে ঘটে গেছে। আমি ভাগ্যবান ক্যারিয়ারে এমন কিছু পেয়েছি। বাংলাদেশকে পেয়ে আমার লক্ষ্যই হচ্ছে তাদের বিপক্ষে পাকিস্তান কতটা ভালো খেলতে পারে। আমি অতীত নিয়ে পড়ে থাকতে চাই না।’

তবে সেই স্মৃতির কথা মনে পড়লে একটা তৃপ্তি ঠিকই অনুভব করেন গিলেস্পি। তার কথায়, ‘সেটা তো অবশ্যই। দারুণ স্মৃতি, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এখন আমার মনোযোগ আর পুরো শক্তি থাকবে পাকিস্তানকে কেন্দ্র করে। বিশেষ করে বাংলাদেশের মতো ভালো দলেন বিপক্ষে আমরা কীভাবে একটা প্রভাব রাখতে পারি। সেটার জন্য ভালো ক্রিকেট খেলতে হবে। ভালো করে প্রস্তুতি নিতে হবে। আমরা অবশ্যই প্রতিপক্ষ নিয়ে গবেষণা করবো এবং সেভাবেই কৌশল নির্ধারণ করবো। যেহেতু আমার অধীনে এটাই প্রথম টেস্ট সিরিজ। আমি সেটার জন্য মুখিয়ে আছি।’

দায়িত্ব নিতে রবিবারই পাকিস্তানে পৌঁছেছেন গিলেস্পি। তার মতে পাকিস্তান ভীষণ প্রতিভাবান একটি দল। কিন্তু তাদের ধারাবাহিকতা দরকার। তাছাড়া বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে পাঁচে অবস্থান করছে বাবর আজমরা। তিনি সেটারও উন্নতি চাইছেন।

 

/এফআইআর/   
সম্পর্কিত
অজি স্পিনারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ 
চোট ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন আফগান স্পিনার
জানুয়ারির মাসসেরা ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিক্যান
সর্বশেষ খবর
সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া
সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া
আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত
আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত
সাত বছর পর মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার
সাত বছর পর মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার
শঙ্কায় সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী
শঙ্কায় সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
৩২ নম্বরে বুলডোজারে উঠে স্লোগান দিয়েছি, ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি
সংবাদ সম্মেলনে কনটেন্ট ক্রিয়েটর কাফি৩২ নম্বরে বুলডোজারে উঠে স্লোগান দিয়েছি, ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য