২০১৮ সালে মালয়েশিয়াতে ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। শেষ বলে সিঙ্গেল নিয়ে জয়ের নায়ক ছিলেন জাহানারা আলম। আগামী ১৯ জুলাই আরও একটি এশিয়া কাপের আসর মাঠে গড়াচ্ছে। যদিও সাবেক চ্যাম্পিয়নদের এবারের লক্ষ্য সেমিফাইনাল খেলা।
দল ও নিজের লক্ষ্যের কথা জানিয়ে জাহানারা বলেছেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল খেলা। আমরা ২০১৮ সালের সুখস্মৃতি ফেরাতে চাই। আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে ভালো অবদান রাখা।’
বাংলাদেশের বোলিং আক্রমণে দলের সেরা বোলার হিসেবে ছিলেন দীর্ঘদিন। গত কয়েক বছর ধরে সেই জায়গাটা হারিয়ে ফেলেছিলেন। তবে সবশেষ প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ছড়িয়েছেন দ্যুতি, তাতে আবার ফিরেছেন জাতীয় দলে। ৯ ম্যাচে ৩.১২ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট।
বিসিবির ফেসবুক পেইজে দেওয়া এই সাক্ষাৎকারে জাহানারা জানিয়েছেন, ‘প্রিমিয়ার লিগের আগে দলের বাইরে ছিলাম। ওখানে চেষ্টা করেছি নিজেকে যাতে ভালোভাবে প্রস্তুত করতে পারি। প্রিমিয়ার লিগ আমার জন্য ভালো একটা টুর্নামেন্ট ছিল। এশিয়া কাপে আমরা ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাচ্ছি। এই তিনটা দলই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
জাহানারা আরও যোগ করে বলেছেন, ‘দীর্ঘ ১ বছরের মধ্যে আমি ৯ মাস মাস্কো একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছি। ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন, আমাদের জাতীয় দলকে প্রস্তুত করতে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। শেষ প্রিমিয়ার লিগে ভালো ফলাফল এসেছে। ওটাকে সেই পরিশ্রমের ফসল বলা যেতে পারে।’