বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারত। দুর্ভাগ্য প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। ম্যাচের আগের দিন হাঁটুতে চোট পেয়েছেন তিনি। ভারতের একাদশে তার বদলে ওপেনার জশ্বসী জয়সওয়ালের অভিষেক হয়েছে। সঙ্গে অভিষেক হয়েছে বোলিং অলরাউন্ডার হর্ষিত রানার।
টসের সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, কোহলি বুধবার সন্ধ্যার দিকে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পেয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের সর্বশেষ সিরিজ। রোহিত শর্মারা গত আগস্টের পর আর কোনও ওয়ানডে খেলেনি। সর্বশেষ তারা শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে হেরেছে। টাই হয়েছে একটি ম্যাচ।
সাম্প্রতিক সময়ে কোহলি নিজেও খুব ভালো ফর্মে ছিলেন না। যা নিয়ে সমালোচনার মুখে ছিলেন। অস্ট্রেলিয়া সফরে বেশিরভাগ ডিসমিসালগুলো ছিল হয় কিপারের কাছে নয়তো স্লিপে ক্যাচ! এই ভুলগুলো শুধরে নিতে ভারতের সাবেক ও আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের অধীনে কোচিং করেছেন। তার পরেই খেলেছেন রঞ্জি ট্রফি। যদিও সেখানে সাফল্য মেলেনি। দিল্লির হয়ে ২০১২ সালের পর খেলতে নেমে রেলওয়ের বিপক্ষে মাত্র ৬ রানে বোল্ড হয়েছেন।