X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

অবসরের গুঞ্জন থামিয়ে দিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫, ০০:৫০আপডেট : ১০ মার্চ ২০২৫, ০০:৫০

সমালোচনায় বিদ্ধ হলেই যেন নতুন করে নিজেকে খুঁজে পান রোহিত শর্মা। গত জুনেই তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১১ বছরের শিরোপা খরা কাটিয়েছিল ভারত। ৯ মাসের মধ্যে দ্বিতীয়বার তারা আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। গুঞ্জন উঠেছিল, এই প্রতিযোগিতা শেষে ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন তিনি। ট্রফি জয়ের পর সংবাদ সম্মেলনেও শুনতে হলো এনিয়ে প্রশ্ন। উত্তর এবার দিয়েছেন রোহিত।

ওয়েস্ট ইন্ডিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত। স্বাভাবিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন, এমন ধারণাও অনেকের মনে আসছিল। ফাইনালে চার উইকেটে নিউজিল্যান্ডকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে রোহিত বললেন, ‘আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। কেবল এটা নিশ্চিত করতে চাই যেন আর গুঞ্জন না ছড়ায়।’

টানা দুটি আইসিসি ট্রফি জয়ের পর ক্যারিয়ারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে রোহিত বললেন, ওয়ানডে ক্রিকেট নিয়ে কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যা হচ্ছে, সেটাই হতে থাকবে।

এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক ইয়ান বিশপের প্রশ্নের উত্তরে রোহিত বললেন, ‘দারুণ লাগছে জিততে পেরে। গোটা প্রতিযোগিতা জুড়েই আমরা ভাল খেলেছি। ফাইনালেও জেতার অনুভূতিটা বাকিগুলোর থেকে আলাদা। যে ভাবে খেলেছি সেটা বাড়তি তৃপ্তি দিচ্ছে।’

নিজের খেলার ধরন নিয়ে অধিনায়ক বলেন, ‘অনেকেই জানেন, আমার স্বাভাবিক খেলা নয় এটা। কিন্তু এই ধাঁচেই খেলতে চেয়েছিলাম। যখন আপনি আলাদা কিছু করছেন, তখন দল এবং কোচেদের সমর্থন খুব দরকার হয়। আগে রাহুল ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। এখন গৌতি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওরা দু’জনেই আমাকে সমর্থন করেছে। তাই আগ্রাসী খেলা চালিয়ে গিয়েছি। গত কয়েক বছর অন্য ভাবে খেলেছি। এখন অন্য ভাবে খেলে ফলাফল পাচ্ছি।’

আগ্রাসী না খেলে বুঝেশুনে খেলার কথা বললেন রোহিত, ‘সবার আগে বুঝতে হবে পিচ কী রকম। সেই অনুযায়ী খেলতে হবে। আজ প্রথম পাঁচ-ছয় ওভার কী ভাবে খেলব সে ব্যাপারে স্পষ্ট ধারণা ছিল। আগে আগ্রাসী খেলতে গিয়ে আউট হয়েছি। তবে শট মারার ধরনের ওপর অনেক কিছু নির্ভর করছে। দলের ব্যাটিং গভীরতা আমাকে আরও স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়। জাদেজার মতো ক্রিকেটার আট নম্বরে খেলতে নামছে। এটাই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে বাধ্য।’

একটা সময় উইকেটের পর উইকেট পড়ে যাচ্ছিল। সেখান থেকে লোকেশ রাহুল শেষ পর্যন্ত থেকে ম্যাচ বের করে দিয়েছেন। তার প্রশংসা করেছেন রোহিত, ‘লোকেশের মানসিকতা নিয়ে কী আর বলবো। চাপে পড়লে কখনও সেটা দেখাতে পছন্দ করে না। আজ একাই ম্যাচটা শেষ করে এলো। চাপের মুখে ঠিক যে শটটা খেলতে হবে সেটাই খেলে। বাকিদের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়। আজ যে রকম হার্দিককে খোলা মনে খেলতে দিল।’

বরুণ চক্রবর্তীর কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন এই ওপোনর, ‘আগেই বলেছি, বরুণের মধ্যে আলাদা একটা ব্যাপার রয়েছে। এ ধরনের পিচে খেলতে গেলে ওর মতো বোলারদেরই দরকার। শুরুর দিকে খেলেনি। পরের দিকে খেলে অনেক উইকেট নিয়েছে। নিউজ়‌িল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে পাঁচ উইকেটের কথাই ধরুন। আমাদের সাহায্য করেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় রোহিতদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা
যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে পিসিবির কেউ ছিল না
আগামী আট বছর বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত!
সর্বশেষ খবর
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’