X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ আনবে সৌদি আরব!

  স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১৫:৩৩আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৫:৩৫

বলা চলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আইপিএলেরই দাপট। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) টক্কর দেওয়ার জন্য সৌদি আরব গোপনে একটি নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা করছে। যা কয়েক দশকের মধ্যে খেলাধুলার জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই টি-টোয়েন্টি লিগটি এক বছরেরও বেশি সময় ধরে প্রক্রিয়াধীন। যার কারিগর মূলত সাবেক নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার অলরাউন্ডার নিল ম্যাক্সওয়েল। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজারও।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস এই নামহীন টি-টোয়েন্টি লিগের প্রধান বিনিয়োগকারী। সেখানে তাদের ৫০০ মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৬৯ কোটি টাকার বেশি বিনিয়োগের কথা শোনা যাচ্ছে। একইসঙ্গে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যার বর্তমান চেয়ারম্যান জয় শাহ; ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব।

মূলত এই নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ সৌদি আরবের দ্রুত প্রসারমান ক্রীড়া বিনিয়োগের অংশ হতে যাচ্ছে। যাদের সাফল্যের মধ্যে লিভ গলফ, ফর্মুলা ১ রেস এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কীর্তি রয়েছে। এখানে উল্লেখ্য নিল ম্যাক্সওয়েল আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী নতুন টি-টোয়েন্টি লিগটিতে আটটি দল থাকবে এবং তা টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মডেলের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। যা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মতো বছরে চারটি ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট যথা —অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনও বছরে চারবার অনুষ্ঠিত হয়। নতুন এই টি-টোয়েন্টি লিগ নিয়েও একইভাবে পরিকল্পনা করা হয়েছে।

বিশ্ব ক্রিকেটের ব্যস্ত ক্রীড়াসূচি মাথায় রেখে এই লিগটি এমন সময়ে অনুষ্ঠিত হবে, যাতে আন্তর্জাতিক বা বড় কোনও টি-টোয়েন্টি লিগের (যেমন আইপিএল বা বিগব্যাশ) সঙ্গে এর সূচি সাংঘর্ষিক না হয়। 

দলগুলোর বিষয়ে বলা হয়েছে, ভিন্ন ভিন্ন দেশ থেকে সম্ভাব্য হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজি দল লিগে অংশ নেবে। যেমন অস্ট্রেলিয়া থেকে থাকবে একটি। এছাড়া, লিগে পুরুষ ও নারী উভয় বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

/এফআইআর/
সম্পর্কিত
ধর্মশালায় ফ্লাডলাইট বন্ধ, নিরাপত্তা শঙ্কায় বাতিল পাঞ্জাব-দিল্লির ম্যাচ
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল ম্যাচ স্থানান্তর
রোহিতের অবসরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ