X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বাদ পড়েছে টঙ্গী, ছয় ভেন্যুতে প্রিমিয়ার ফুটবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫

প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু নিয়ে বিতর্ক হয়েছে অনেক। শুরুতে সাত ভেন্যুতে লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। পরে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হয় দুইয়ে। ভালো ভেন্যুগুলো বাদ পড়ায় ক্লাবগুলোও বিষয়টি ভালো চোখে নেয়নি। যার সমাধানে শুক্রবার সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি। ঘণ্টা দেড়েকের সভায় সিদ্ধান্ত হয়েছে চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়তে যাচ্ছে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম। এর বদলে লিগ অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে।

পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আগামীকাল থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ দুটো মাঠে (মুন্সিগঞ্জ ও টঙ্গী) খেলা চলবে। সিলেট, গোপালগঞ্জ, রাজশাহী, কুমিল্লা ও বসুন্ধরা কিংস অ্যারেনা-এ মাঠগুলোয় চতুর্থ রাউন্ড শুরু হবে। প্রতিটি ক্লাবের দুটি করে হোম ভেন্যু থাকবে।’

সিদ্ধান্ত অনুযায়ী আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জের হোম ভেন্যু সিলেট, বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বসুন্ধরা কিংস অ্যারেনা, শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের মুন্সিগঞ্জ, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর কুমিল্লা, পুলিশ এফসি ও স্বাধীনতা ক্রীড়া সংঘের রাজশাহী এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারার হোম ভেন্যু নির্ধারণ হয়েছে গোপালগঞ্জ।

ভেন্যু বাড়ানো প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘কোভিডের কারণে আমরা দুই ভেন্যুতে গিয়েছিলাম। এ মুহূর্তে পরিস্থিতির উন্নতি হয়েছে, সংক্রমণ কমে এসেছে। যাই হোক, চতুর্থ রাউন্ড থেকে এই ছয়টি ভেন্যুতে খেলা হবে।’

টঙ্গীর ভেন্যু বাদ দেওয়া নিয়ে লিগ কমিটির চেয়ারম্যানের কথা, ‘দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন করোনা শনাক্তের হার কম এবং অসুস্থতাও গুরুতর নয়। এজন্য আগের ভেন্যুগুলোতে ফিরে যাওয়া। টঙ্গীর ভেন্যুটি ছিল বিকল্প ভেন্যু হিসেবে। এখন অন্য ভেন্যু প্রস্তুত। ফলে এই ভেন্যু আর প্রয়োজন হচ্ছে।’

কোনটা কার ভেন্যু:

সিলেট জেলা স্টেডিয়াম: ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স: বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম: ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী

বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান,মুন্সিগঞ্জ: শেখ জামাল ও সাইফ স্পোর্টিং

রাজশাহী জেলা স্টেডিয়াম: বাংলাদেশ পুলিশ ও স্বাধীনতা ক্রীড়া সংঘ

গোপালগঞ্জ: উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আপাতত ক্রুইফ নন, মেয়াদ বাড়লো টিটুর 
প্রবাসীদের অপেক্ষায় রেখে শেষ ট্রায়াল, দুয়োর শিকার কাবরেরা!
‘সিঙ্গাপুর-ভুটান ম্যাচে বাফুফের তহবিলের এক পয়সাও খরচ হয়নি’
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল