X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাদ পড়েছে টঙ্গী, ছয় ভেন্যুতে প্রিমিয়ার ফুটবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫

প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু নিয়ে বিতর্ক হয়েছে অনেক। শুরুতে সাত ভেন্যুতে লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। পরে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হয় দুইয়ে। ভালো ভেন্যুগুলো বাদ পড়ায় ক্লাবগুলোও বিষয়টি ভালো চোখে নেয়নি। যার সমাধানে শুক্রবার সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি। ঘণ্টা দেড়েকের সভায় সিদ্ধান্ত হয়েছে চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়তে যাচ্ছে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম। এর বদলে লিগ অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে।

পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আগামীকাল থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ দুটো মাঠে (মুন্সিগঞ্জ ও টঙ্গী) খেলা চলবে। সিলেট, গোপালগঞ্জ, রাজশাহী, কুমিল্লা ও বসুন্ধরা কিংস অ্যারেনা-এ মাঠগুলোয় চতুর্থ রাউন্ড শুরু হবে। প্রতিটি ক্লাবের দুটি করে হোম ভেন্যু থাকবে।’

সিদ্ধান্ত অনুযায়ী আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জের হোম ভেন্যু সিলেট, বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বসুন্ধরা কিংস অ্যারেনা, শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের মুন্সিগঞ্জ, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর কুমিল্লা, পুলিশ এফসি ও স্বাধীনতা ক্রীড়া সংঘের রাজশাহী এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারার হোম ভেন্যু নির্ধারণ হয়েছে গোপালগঞ্জ।

ভেন্যু বাড়ানো প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘কোভিডের কারণে আমরা দুই ভেন্যুতে গিয়েছিলাম। এ মুহূর্তে পরিস্থিতির উন্নতি হয়েছে, সংক্রমণ কমে এসেছে। যাই হোক, চতুর্থ রাউন্ড থেকে এই ছয়টি ভেন্যুতে খেলা হবে।’

টঙ্গীর ভেন্যু বাদ দেওয়া নিয়ে লিগ কমিটির চেয়ারম্যানের কথা, ‘দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন করোনা শনাক্তের হার কম এবং অসুস্থতাও গুরুতর নয়। এজন্য আগের ভেন্যুগুলোতে ফিরে যাওয়া। টঙ্গীর ভেন্যুটি ছিল বিকল্প ভেন্যু হিসেবে। এখন অন্য ভেন্যু প্রস্তুত। ফলে এই ভেন্যু আর প্রয়োজন হচ্ছে।’

কোনটা কার ভেন্যু:

সিলেট জেলা স্টেডিয়াম: ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স: বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম: ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী

বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান,মুন্সিগঞ্জ: শেখ জামাল ও সাইফ স্পোর্টিং

রাজশাহী জেলা স্টেডিয়াম: বাংলাদেশ পুলিশ ও স্বাধীনতা ক্রীড়া সংঘ

গোপালগঞ্জ: উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী: কাবরেরা
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা