X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জিতেছে বার্সেলোনা, তবে মুগ্ধ করেছে সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১৪:৪২আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৪:৪৯

গোলের খেলা ফুটবল। জয়-পরাজয় নির্ধারণ হয় এই গোলেই। তাই স্কোরলাইনই শেষ কথা। তবে সবসময় গোল সব কথা বলে না। সুন্দর ফুটবলে উপভোগ্য ম্যাচে মন ভরানোও একটা ব্যাপার। যেটি হলো বার্সেলোনা-রিয়াল সোসিয়েদাদ ম্যাচে। জিতলো বার্সেলোনা, তবে মুগ্ধতা ছড়ালো সোসিয়েদাদ!

বৃহস্পতিবার রাতে লা লিগায় সোসিয়েদাদের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছে বার্সেলোনা। ১১তম মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য। গোটা ৯০ মিনিটে ওই একটিই গোল। ফলে বার্সেলোনা পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে উঠে গেছে টেবিলের দ্বিতীয় স্থানে। স্কোরলাইন কিংবা পয়েন্ট টেবিলের এই হিসাব দিয়ে আসলে রিয়ালে অ্যারেনার ম্যাচের দৃশ্যপট বোঝানো যাবে না।

শুরুর গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও সময় যত গড়িয়েছে পারফরম্যান্সে তত পিছিয়েছে তারা। সোসিয়েদাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়া কাতালানরা কেবল গোল বাঁচানোর চেষ্টা চালিয়েছে। কোচ জাভির যে পজেশন নির্ভর ফুটবল, সেটিও খেলতে পারেনি প্রতিপক্ষের প্রেসিং ফুটবলে।

ইউরোপা লিগ থেকে বিদায়ের পর কাদিজের বিপক্ষে হেরে যায় বার্সেলোনা। ঘরের মাঠে টানা দুই হারের পর সোসিয়েদাদের মাঠেও কঠিন সংগ্রাম করতে হয়েছে তাদের। গোটা ম্যাচে লক্ষ্যে একটিই শট নিতে পেরেছে, যেটিতে গোল পেয়েছে। এরপর শুধুই ব্যর্থতার ছবি। বিপরীতে ৮ শট নেওয়া সোসিয়েদাদ লক্ষ্যেই রেখেছে ৫টি। দুঃখ হলো, একটাতেও সফল হয়নি। বল পজেশনেও তারা এগিয়ে। সোসিয়েদাদের ৫৬ শতাংশের বিপরীতে কাতালানদের পজেশন ৪৪ শতাংশ।

প্রতিপক্ষের মাঠ থেকে জিতে ফেরার তৃপ্তি থাকলেও ঠিক মন ভরেনি বার্সেলোনার। বরং সোসিয়েদাদের ফুটবলের প্রশংসা ঝরেছে কোচ জাভির কণ্ঠে। কোচ হিসেবে বার্সেলোনায় ফেরার পর এমন ভোগান্তিতে তাকে পড়তে হয়নি কখনও।

ম্যাচ শেষে সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে এই ম্যাচে। রিয়াল সোসিয়েদাদ ম্যাচের নিয়ন্ত্রণ করেছে। আমাদের খাদের কিনারায় পৌঁছে দিয়েছিল। আমার মতে তাদের অন্তত ড্র প্রাপ্য ছিল।’

অর্থাৎ, সোসিয়েদাদের খেলায় মুগ্ধ প্রতিপক্ষের কোচও। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলটাই যে শেষ কথা!

/কেআর/
সম্পর্কিত
ইয়ামালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অ্যাওয়ার্ড জিতলেন দুয়ে
আরেক বিস্ময়বালকের সঙ্গে বার্সেলোনার চুক্তি!
২০৩১ সাল পর্যন্ত ইয়ামাল বার্সেলোনার
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক