X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

২ গোল হজমের পর দেখা মিললো ‘আসল’ আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ১৮:০৭আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৮:১৫

২ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কা চেপে ধরেছিল আবাহনী লিমিটেডকে। কিন্তু পিছিয়ে পড়েই ‘আসল’ আবাহনীর দেখা মিললো! ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের শক্তি দেখিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধেই করেছে ৪ গোল। তাতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব দাপটের সঙ্গে শুরু করেছে মারিও লেমসের দল।

এএফসি কাপের প্লে-অফ ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হারের পর গোপালগঞ্জের শেখ ফজুলল হক মনি স্টেডিয়ামে আবাহনী উজ্জীবিত হয়ে খেলেছে। যদিও চোটের কারণে দোরিয়েল্তন, নাবীব নেওয়াজ জীবন, ইমন মাহমুদ ও মোহাম্মদ হৃদয় ছিলেন না। তাই শুরুর দিকে আক্রমণ হেনেও গোল বের করা যায়নি।

আজ (সোমবার) গোপালগঞ্জের ম্যাচে ৩৪ মিনিটে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। তেতসুয়াকি মিসওয়া পেনাল্টি থেকে গোল করে লাল জার্সিধারীদের এগিয়ে নেন। বিরতির পর মুক্তিযোদ্ধা ব্যবধান বাড়িয়ে নিতে সময় নেয়নি। ৫০ মিনিটে সোমা ওতানি গোল করেন। ওবায়দুর রহমান নবাবের অ্যাসিস্টে।

তবে শেষ ২৫ মিনিটে আবাহনী ঝড় বইয়ে দিয়েছে। ৬৫ মিনিটে কলিনদ্রেস বক্সে ঢুকে ডান প্রান্ত দিয়ে কোনাকোনি শটে ব্যবধান করেন ২-১। পরের মিনিটে প্রায় বাই লাইন থেকে কলিনদ্রেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে সামনে থেকে রাকিব হোসেন হেডেই সমতায় ফেরান আবাহনীকে।

৭৫ মিনিটে রাফায়েল বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে স্কোরলাইন করেন ৩-২। ৫ মিনিট পর রাকিব হোসেন নিজের দ্বিতীয় গোল করে আবাহনীর ব্যবধান আরও বাড়ান।

এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের শেষ মিনিটে তেতসুয়াকি মিসওয়া পেনাল্টি থেকে মুক্তিযোদ্ধা ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি।

ফলে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। ১২ ম্যাচে সপ্তম জয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকার এতিহ্যবাহী ক্লাবটি। অন্যদিকে মুক্তিযোদ্ধা সমান ম্যাচে নবম হারে আগের ৭ পয়েন্ট নিয়ে তলানিতে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী-কিংস
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক