X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার বড় জয়, হেরেছে লিভারপুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬

চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমটা মোটেও ভালো যায়নি বার্সেলোনার। বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকে। এবার তেমনটি হতে দিতে চাইছে না জাভির দল। ইউরোপ সেরা লিগে কাতালানদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। লেভানদোভস্কির হ্যাটট্রিকের সুবাদে উড়িয়ে দিয়েছে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেনকে। ম্যাচে বার্সেলোনা জয় পেয়েছে  ৫-১ গোলের ব্যবধানে।

ন্যু ক্যাম্পে শুরু থেকে বার্সেলোনার দাপট চলতে থাকে। ম্যাচ ঘড়ির ১১ মিনিটে দেম্বেলের পাসে লেভানডফস্কির ডান পায়ের শট ব্লক না হলে তখনই গোল হতে পারতো। দুই মিনিট পর অবশ্য গোলের দেখা পায় কাতালানরা। হুলেস কোন্দের হেড পাস থেকে ৬ গজ দূরত্বে হেডেই লক্ষ্যভেদ করেন ফ্রাঙ্ক কেসিয়ে।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। সার্জিও রবার্তোর এসিস্টে লেভানদোভস্কি ডান পায়ের শটে জাল কাঁপান।

৪৪ মিনিটে ভিক্টোরিয়া প্লেজেন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। জেমালকার ক্রসে ইয়ান সাইকোরা হেডে ব্যবধান কমান। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্সেলোনা আবারও এগিয়ে যায়। দেম্বেলের ক্রসে পোস্টের কাছ থেকে লেভানদোভস্কি হেডে দলকে তৃতীয় গোল উপহার দেন।

বিরতির পরও বার্সেলোনার আধিপত্য চলতে থাকে। ৬৭ মিনিটে চতুর্থ গোল আসে। ফেরান তোরেসের পাসে বক্সের  বাইরে থেকে লেভানদোভস্কি ডান পায়ের জোরালো শটে হ্যাটট্রিক পূর্ন করে সমর্থকদের আবারও আনন্দে ভাসান।

৭১ মিনিটে পঞ্চম ও শেষ গোল আসে। দেম্বেলের পাসে বক্সের প্রান্ত থেকে ফেরান তোরেস লক্ষ্যভেদ করেন।

দিনের অন্য ম্যাচে নেপোলি ৪-১ গোলে লিভারপুল কে,অ্যাতলেটিকো মাদ্রিদ ১-০ গোলে এফসি পোর্তোকে, বায়ার্ন মিউনিখ ২-০ গোলে ইন্টার মিলানকে, টটেনহাম ২-০ গোলে মার্সেলেইকে, আয়াক্স ৪-০ গোলে রেঞ্জার্সকে, ক্লাব ব্রুগে ১-০ গোলে লেভারকুসেনকে ও স্পোর্টিং সিপি ৩-০ গোলে এইনট্রাক্ট ফ্রাংকফুর্টকে হারায়।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
এটা লজ্জাজনক লা লিগার গোললাইন প্রযুক্তি নেই: জাভি 
‘আহত’ বার্সাকে আরও কোণঠাসা করার লক্ষ্যে নামছে রিয়াল
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ