X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সাফের প্রস্তুতি ভালো করতে চাইছে বাফুফে: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৫:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৫৬

আগামী ২০ জুন থেকে ৩ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। তবে খেলার ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে ভালো ফল করার জন্য এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সভা করেছেন লাল-সবুজ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে। সেখানে সাফের প্রস্তুতি ছাড়াও বছরজুড়ে জামালদের খেলা নিয়ে নানা আলোচনা হয়েছে।

কিছু দিন আগে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে। আরও এক বছরের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে থাকছেন ৩৮ বছর বয়সী হাভিয়ের। চুক্তি নবায়নের পর স্প্যানিশ কোচের সঙ্গে আনুষ্ঠানিক সভা শেষে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজ আমাদের চলমান কাজ হিসেবে সভা হয়েছে। ওর (কাবরেরা) সঙ্গে নতুন করে চুক্তি হয়েছে। মার্চে ফিফা উইন্ডো রয়েছে। প্রস্তুতি কেমন হতে পারে, কাদের সঙ্গে খেলতে পারি; জুন-জুলাইতে সাফ সম্ভবত রয়েছে, সাফের জন্য প্রস্তুতি যেন ভালো হয় সেটাকে কেন্দ্র করে আজ আমাদের আলোচনা। আজ সবই প্রস্তাবনা আকারে আলোচনা হয়েছে। কোনও সিদ্ধান্ত হয়নি। সভাপতি মহোদয় ও কমিটির সদস্যদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করবো।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ

হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ বেড়েছে এক বছর। তার মেয়াদ বাড়ানো নিয়ে প্রশ্ন এসেছে। কাবরেরাকে ঘিরে সন্তুষ্টির দিক ছাড়াও নতুন করে প্রত্যাশার কথা বলেছেন কাজী নাবিল, ‘কাবরেরা এক বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে। গত বছর জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছিলাম। বাছাইয়ে শক্তিশালী বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা ২-০ গোলে হেরেছিলাম। তুর্কমেনিস্তানের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করে ২-১ গোল হারতে হয়েছে। আলটিমেটলি আমাদের শক্তিশালী দেশগুলোর সঙ্গে খেলতে হবে। কাবরেরা এক বছর ধরে কাজ করছেন। খেলোয়াড়দের সম্পর্কে তার ধারণা তৈরি হয়েছে। এই বছর আরও ভালো কিছু প্রত্যাশা করছি।’

মার্চে ফিফা উইন্ডো ভালোভাবে কাজে লাগাতে চাইছে বাফুফে। নিজেদের মাঠে খেলা আয়োজনের সম্ভাবনা বেশি বলে কাজী নাবিল উল্লেখ করলেন, ‘মার্চের খেলা আমরা চেষ্টা করছি আমাদের কাছাকাছি দেশগুলোর বিপক্ষে যেন হয়। যাদের সঙ্গে খেললে সাফের দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। চেষ্টা করবো আমাদের দেশে খেলা আয়োজন করতে। সাফ যেকোনও দেশে হোক না কেন প্রস্তুতি যেন ভালো হয়।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বৈঠক করেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ

২০২৩ সালে ফুটবলকে ঘিরে প্রত্যাশার কথা শুনিয়েছেন প্রথিতযশা এই ক্রীড়া সংগঠক। চাইছেন র‌্যাংকিংয়ে উন্নতি, ‘এই বছর আমরা এমনভাবে খেলতে পারি অবশ্যই চাইবো যেন র‌্যাংকিংয়ে উন্নতি হোক। বেশ কয়েক ধাপ এগিয়ে আসতে পারি। এটা একদিনে হবে না। ধাপে ধাপে হতে হবে। এছাড়া সবসময় যেটা থাকে সাফকেন্দ্রিক চিন্তা-ভাবনা, সেই সাফে ভালো করা নিয়ে সব ধরনের আলোচনা হয়েছে।’ 

কাবরেরার কাছে প্রত্যাশা নিয়েও কথা বলতে হয়েছে কাজী নাবিলকে। তার ভাষায়, ‘এমনভাবে সবকিছু আয়োজন করতে পারি যা আমাদের দলের জন্য ভালো হবে। যাতে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া যায়। বিপিএল ও ফেডারেশন কাপ চলছে। জাতীয় দলের খেলোয়াড়রা খেলছে। কোচ যাচ্ছেন সব জায়গায়। খেলা দেখেই খেলোয়াড় বাছাই হবে। যারা খেলেছে শুধু তারাই যে দলে আসবে তা কিন্তু নয়, পারফরম্যান্সের ভিত্তিতে নতুনরাও আসতে পারে।’

/টিএ/এমওএফ/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ