X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

তিন মিনিটে দুই গোল করে জিতলো বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১

সের্হে রবার্তো এগিয়ে নেওয়ার পর রবার্তো লেভানদভস্কি ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পরও এই স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতেছে জাভির দল। লা লিগায় কাদিজকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে গেলো কাতালানরা।

ক্যাম্প ন্যুতে ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের চেয়ে আবারও ৮ পয়েন্ট এগিয়ে রইলো কাতালানরা। ২২ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে বার্সেলোনার ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কার্লোস আনচেলত্তির দল।

ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে আচমকা কাদিসের রজার মার্তি বার্সেলোনার জালে বল পাঠালেও গোল হয়নি, অফসাইডের কারণে। ২১ মিনিটে দারুণ সুযোগ পায় বার্সেলোনা। তবে ফেররান তরেসের কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর বার্সেলোনার আরও একটি চেষ্টা প্রতিহত করেন কাদিস গোলকিপার। বিরতিতে যাওয়ার আগে তিন মিনিটের মধ্যে গোল দুটি পায় স্বাগতিকরা।

৪৩তম মিনিটে তরেসের ক্রসে লেভানদভস্কির ডাইভিং হেড গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। ফিরতি বল জালে পাঠান রবের্তো।

পরের গোলে অবদান রাখেন এই স্প্যানিয়ার্ড। বিরতি যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার পাস ডি-বক্সের মাথায় পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি। ৫৭তম মিনিটে আরেকটি গোলের সুযোগ পান লেভানদোভস্কি। গাভির ক্রসে তার ডান পায়ের ভলিতে বল ক্রসবারের ওপর দিয়ে যায়।

শেষের দিকে কাদিজের দুর্ভাগ্য। ৭৯ মিনিটে বক্সের ভেতর থেকে ক্রিস রামোসের শটে বল জার্মান গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। এরপর ফরোয়ার্ড আন্থনি রুবেনের প্রচেষ্টাও পোস্টে লাগলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ইয়ামালের প্রশংসায় ফ্লিক
এমবাপ্পের হ্যাটট্রিক, সাত গোলের থ্রিলারে রিয়ালকে হারালো বার্সা
রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক
সর্বশেষ খবর
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
মিশরের সঙ্গে শিগগিরই পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিশরের সঙ্গে শিগগিরই পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে
অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি