শনিবার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ে গোল করে ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড, ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে যা ছিল ২০১তম।
আগের রেকর্ডধারী এডিনসন কাভানিকে টপকে যান এমবাপ্পে। পার্ক দে প্রিন্সেসে তার একটি বড় ছবি প্রদর্শন করে তার এই অর্জন উদযাপন করে ক্লাব। এমনকি বিশেষ পদকমঞ্চে তাকে একটি স্মারকও দেওয়া হয়।
দারুণ এই কীর্তির পর এমবাপ্পে বললেন, ‘এখানে থাকা খুবই বিশেষ। শেষবার আমি এখানে দাঁড়িয়ে থেকে (চুক্তির মেয়াদ বাড়ানো) যাওয়ার ঘোষণা দিয়েছিলাম। ক্লাবের শীর্ষ গোলদাতা হিসেবে এখানে ওঠা আমার জন্য সম্মানের। একজন পিএসজি খেলোয়াড় হওয়া বিশেষ প্রাপ্তি, এই ঐতিহাসিক জার্সিতে খেলা, ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাবের জন্য খেলতে পারা দারুণ।’
পিএসজিতে ২৪৭তম ম্যাচ খেলার পর মোনাকোর সাবেক স্ট্রাইকার বললেন, ‘যখন এখানে আসি, তখন আমি ছোট ছিলাম। এখানে অনেক কিছু শিখেছি। আমি ইতিহাস গড়ার জন্য খেলি এবং সবসময় বলেছি এখানে আমি সেটা করতে চাই, ফ্রান্সে, রাজধানী শহরে। এটা ব্যক্তিগত অর্জন কিন্তু সম্মিলিত অর্জনে আমি এতদূর এসেছি।’