X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

একাদশে নেই জামাল-কিংসলে!

তানজীম আহমেদ,সিলেট থেকে
২৮ মার্চ ২০২৩, ১৫:৩১আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৫:৪০

সেশেলসের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে লাল-সবুজ দল শুরুর একাদশে দুটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও স্ট্রাইকার আমিনুর রহমান সজীবের একাদশে জায়গা হয়নি।

একাদশে জামালের জায়গায় রবিউল হাসান ও সজীবের জায়গায় সুমন রেজা সুযোগ পেয়েছেন। সাধারণত অধিনায়ক জামাল ভূঁইয়া স্কোয়াড থেকে বাদ পড়েন না। কোচের অটোচয়েজেই দলভুক্ত হয়ে থাকেন। ২০১৩ সালে নেপালের বিপক্ষে অভিষেকের পর মাত্র তিনবার বদলি হয়ে মাঠে খেলেছিলেন (মাঝে সেইন্টফিটের দলে ছিলেন না)। ২০১৫ সালে আফগানিস্তান, ২০১৮ সালে শ্রীলঙ্কা ও ২০২১ সালে কিরগিজস্তানের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি।

হঠাৎ জামালের বাদ পড়া নিয়ে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘জামাল এমনিতে বাদ পড়েছে। অন্য কোনও সমস্যা নেই।’

জামালের জায়গায় অনেক দিন পর দলে ফিরেছেন রবিউল। ‘অন্ধকার জগৎ’ থেকে ফেরা পুলিশ এফসির খেলোয়াড়ের নিজেকে নতুন করে প্রমাণের পালা। এছাড়া সজীব আগের ম্যাচে ভালো করতে পারেননি। তাতে সুমন রেজার সামনে শুরু থেকে খেলার সুযোগ এসেছে।

এদিকে, আগের ম্যাচের ৯ জন আজও শুরু থেকে খেলছেন। নাইজেরিয়ান বংশোদ্ভুত স্ট্রাইকার এলিটা কিংসলে আজও একাদশের বাইরে। সম্ভবত কোচ তাকে বদলি হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা করছেন।

কাবরেরার সম্ভাব্য ৪-২-৩-১ ছকে তেকাঠির নিচে জিকোই ভরসা। রক্ষণে রিমন, তপু, তারিক ও সাদ রয়েছেন। মধ্যমাঠে রবিউলের সঙ্গে সোহেল রানা, মজিবর ও রাকিব আছেন। আর ‘নম্বর নাইন’ সুমনের ওপর ভরসা রাখছেন স্প্যানিশ কোচ।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, তপু বর্মণ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, সোহেল রানা, রবিউল হাসান, রাকিব হোসেন, মজিবর রহমান জনি, সাদ উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা ও সুমন রেজা।

/এফআইআর/
সম্পর্কিত
ভারতের অধিনায়কের অবসর ঘোষণায় জামালের আবেগঘন পোস্ট 
জামালের খেলতে না পারার আফসোস
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
সর্বশেষ খবর
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প