X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ইসরায়েলকে ‘না’ বলায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের স্বত্ব হারালো ইন্দোনেশিয়া

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ১২:২৪আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:৪৮

ইসরায়েলকে আতিথ্য দিতে না চাওয়ায় এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারিয়েছে ইন্দোনেশিয়া। ফিফার কাছে মনে হয়েছে, ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা উদ্ভুত সংকট নিয়ে যা বলেছেন, সেটি মূলত টুর্নামেন্ট আয়োজনে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার শামিল।

ঘটনাটি ঘটে ড্র অনুষ্ঠান বাতিলের পর। ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন জানায়, সেখানকার হিন্দু অধ্যুষিত দ্বীপ বালির গভর্নর ইসরায়েল দলকে আতিথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কাতেই ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন ড্র অনুষ্ঠান বাতিলের কথা ফিফাকে জানায়।

তার পর ফিফা বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফা বর্তমান পরিস্থিতিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব ইন্দোনেশিয়ার কাছ থেকে সরিয়ে নিচ্ছে। নতুন আয়োজক দেশের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ অপরিবর্তিই থাকছে। ইন্দোনেশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয় পরে সিদ্ধান্ত হবে।’

ইন্দোনেশিয়া মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় ফিলিস্তিনের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে তাদের। তাছাড়া ইসরায়েলের সঙ্গে তাদের কোনও কূটনৈতিক সম্পর্কও নেই। ফলে আগামী ২০ মে থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ইসরায়েলের অংশগ্রহণের খবরে এই মাসে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানী জাকার্তায়। ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তারা ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার দাবিতে প্রতিবাদ জানিয়েছে। 

অবশ্য ফিফার এই সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার জন্য বড় ধাক্কারও। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যে পিছিয়ে থাকলেও দেশটিতে ফুটবল ব্যাপক জনপ্রিয়। এই সপ্তাহে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্বত্ব হারানোয় ইন্দোনেশিয়ার অন্যান্য ফিফা টুর্নামেন্টে অংশগ্রহণ হুমকির মুখে পড়ে যাবে। তাছাড়া আর্থিক ক্ষতির বিষয়টি তো আছেই। 

 

/এফআইআর/
সম্পর্কিত
প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটলো জাপান  
কানাডা-মেক্সিকোর সঙ্গে দ্বন্দ্বের কারণে ফুটবল বিশ্বকাপ আরও আকর্ষণীয় হবে: ট্রাম্প
মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে চান ফিফা সভাপতি
সর্বশেষ খবর
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি