মৌসুমে সার্বিকভাবে পিএসজির অবস্থা বলার মতো নয়। লিগ ওয়ানে শিরোপা জিততে যাচ্ছে ঠিকই। কিন্তু ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে আবারও মুখ থুবড়ে পড়েছে। তাছাড়া ব্যর্থ হয়েছে ফ্রেঞ্চ কাপেও। তাতে কোচ হিসেবে ক্রিস্তফ গালতিয়েরের অবস্থান দিন দিন নাজুক হতে চলেছে। জোর গুঞ্জন নতুন কোচ হিসেবে রোমা কোচ হোসে মরিনহোকেই আনতে যাচ্ছে লিগ ওয়ান জায়ান্টরা!
আরএমসি স্পোর্টসের দেওয়া তথ্য অনুযায়ী, প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) উপদেষ্টা লুইস কাম্পোসের কোচ হিসেবে মরিনহোকেই পছন্দ। তাছাড়া পর্তুগিজ হওয়ায় দু’জনই একে অপরকে চেনেন কলেজ জীবন থেকে। কাম্পোস মনে করেন, দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী মরিনহো গালতিয়েরের যোগ্য উত্তরসূরি।
কাম্পোস এখনও আনুষ্ঠানিক প্রস্তাব দেননি। তবে পুরোনো বন্ধুর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে সম্ভাব্য কোচিংয়ের চাকরির বিষয়ে কথা বলেছেন।
ঐতিহ্যগতভাবে পিএসজির কোচ নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে থাকেন মালিকপক্ষ। কিন্তু এক্ষেত্রে যদি তাদের ফুটবল উপদেষ্টার ওপরই সব কিছু নির্ভর করে। তাহলে স্বঘোষিত স্পেশাল ওয়ান হিসেবে পরিচিত মরিনহোকে আগামী মৌসুমে পিএসজি কোচ হিসেবে শিগগিরই দেখা যাবে।
মরিনহো বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে দায়িত্ব পালন করছেন। তার অধীনে গত মৌসুমে তারা জিতেছে ইউরোপা কনফারেন্স লিগ। সিরি আ’তেও রোমা অবস্থান করছে সাত নম্বরে। চতুর্থ স্থানে থাকা ইন্টারের চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে। ইতালিয়ান ক্লাবটির হয়ে মরিনহোর চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।